দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান্নার সম্পর্ককে ঘিরে বহুদিনের জল্পনার অবসান ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) সকালে বিজয়ের টিম আনুষ্ঠানিকভাবে জানায়, তারা গোপনে বাগদান সম্পন্ন করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে এই আংটিবদল সম্পন্ন হয়েছে। জানা যায়, আগামী বছরের ফেব্রুয়ারিতে তারা বিয়ের পিঁড়িতে বসবেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বাগদান বা বিয়ের তারিখ প্রকাশ করেননি বিজয় ও রাশমিকা।
প্রথমবার তাদের প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবি ‘গীতা গোবিন্দম’ থেকে। পরবর্তীতে তারা ‘ডিয়ার কমরেড’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন, যা বক্স অফিসে সাফল্য লাভ করে। এরপর থেকে সম্পর্ক নিয়ে গোপন জল্পনা চলছিল।
সাম্প্রতিক সময়ে বিজয় ও রাশমিকা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তাদের ঐতিহ্যবাহী পোশাকে ছবি, যা নতুন করে তাদের সম্পর্ক ও বাগদানের খবরকে জোরালো করেছে। এছাড়া নিউইয়র্কে ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে জনসমক্ষে তাদের হাত ধরাধরি করাও আলোচনার কেন্দ্রে এসেছে।
কাজের ক্ষেত্রে, রাশমিকা অভিনীত ‘থাম্মা’ ছবি এই দীপাবলিতে মুক্তি পাবে। এছাড়া তিনি শাহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে ‘ককটেল ২’-এ কাজ করছেন। বিজয় সর্বশেষ ‘কিংডম’ ছবিতে দর্শকদের নজর কাড়েন।







