ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া বাজার ও মিলনী বাজারে মঙ্গলবার (০৪ নভেম্বর ) দুইটি দোকানে চুরি চালিয়ে ৬লক্ষাধিক টাকার ক্ষতি করে চোরেরা। স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, মোট প্রায় ৬ লক্ষাধিক টাকা চুরি হয়েছে।
বলদিয়া বাজারের তুষ্টি ডিজিটাল স্টুডিওর মালিক ও বিকাশ-নগদ-রকেট এজেন্ট জিয়াউর রহমান জানান, দুপুর প্রায় ১টা ২৯ মিনিটে নামাজের জন্য দোকান থেকে বের হয়ে যান। নামাজ শেষে ফিরে দেখা মাত্রই দোকানের ড্রয়ারে রাখা ৩ লাখ ৫০ হাজার টাকা উধাও রয়েছে। তিনি বলেন, “এখনও প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ করা হয়নি।”
অপরদিকে একই ইউনিয়নের মিলনী বাজারের আলমগীর স্টোর নামের মুদি ও বিকাশ-নগদ ব্যবসা প্রতিষ্ঠান থেকেও ২ লাখ ৭৫ হাজার টাকা চুরি হয়। দোকান মালিক আলী হোসেন জানান, দুপুরে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে সকালের পর প্রায় ৩টার দিকে এসে দেখেন দোকানের ঝাপ কাটা এবং টাকা নেই। তিনি দ্রুত পুলিশকে খবর দেন।
কচাকাটা থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুতফর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ, স্বাক্ষী ও দোকানের নিজেদের হিসাবপত্র যাচাই করে দ্রুত চোরদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
ওসি আরো জানান “যদি কেউ কোনও সন্দেহজনক ব্যক্তি বা গতিবিধি দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে কচাকাটা থানা অথবা নিকটস্থ পুলিশ বক্সে দ্রুত জানিয়ে সহযোগিতা করুন।” তদন্তের প্রেক্ষিতে পুলিশ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে এবং দ্রুত অভিযুক্তদের খুঁজে আইনের আওতায় আনার চেষ্টা করবে।
এলাকার ব্যবসায়ীরা ঘটনায় উদ্বিগ্ন। বিকাশ-নগদ সার্ভিসের মাধ্যমে নগদ হ্যান্ডলিং থাকা ব্যবসায়ীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির আহ্বান জানাচ্ছেন অনেকে। স্থানীয়রা বলছেন, বাজারে রাতদিনে নজরদারি বাড়ানো ও সিসিটিভি স্থাপন করা হলে এ ধরনের ঘটনা অনেকটাই রোধ করা যেত।







