মো মামুন মোল্লা খুলনা :
প্রতিদ্বন্দ্বী প্রার্থী যতই শক্ত হোক সেটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি না, কারণ বিএনপি সকল ভেদাভেদ ভুলে এখন ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি একটি বড় দল। আমাদের ৩৭ শতাংশ ভোট রয়েছে। আর প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর ভোট রয়েছে ১৭ শতাংশ।
তিনি বলেন, নির্বাচিত হলে এ এলাকার বন্ধ মিল কলকারখানা নতুন করে চালু করার উদ্যোগ নিব। শিরোমনি বিসিক শিল্পনগরীকে আধুনিকায়নের রূপ দিব। তিনি আরো বলেন, হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শেষে ভোট চাই।
খুলনা-৫ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন পাওয়ার পর আলী আজগর লবি স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা বলেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খানজাহান আলী থানার গিলাতলায় সাংবাদিক ইউনিটির কার্যালয়ে ফুলতলা-ডুমুরিয়া উপজেলার প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সাম্যের এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সালাম, জেলা যুবদলের সভাপতি এবাদুল হক রুবায়েত, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এস এ রহমান বাবুল স্থানীয় বিএনপি নেতা শেখ আনোয়ার হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম বিল্লাহ, যুবদল নেতা জুয়েল হাসান, ছাত্রদল নেতা সাইফুল্লা তাজিমসহ স্থানীয় বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।







