আবু রায়হান, (বাউফল পটুয়াখালী প্রতিনিধি):
পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মো. জালাল হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কালাইয়া ইউপি’র ৭ নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক জালাল হাওলাদার একই ইউনিয়নের মৃত রশিদ হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সম্প্রতি ওই প্রতিবন্ধী নারীকে উত্যাক্ত করে আসছেন জালাল হাওলাদার। ঘটনার সময় শনিবার দিবাগত রাতে ওই নারী রান্নাঘরে পাক করছিলেন। হঠাৎ পিছন দিক থেকে এসে মুখ চেপে পিছনের বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে ওই নারী অভিযোগ জানান। পরে স্থানীয়রা ধর্ষক জালালকে আটক করে পুলিশে খবর দিলে রাত দেড়টার দিকে তাকে আটক করে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দাখিল করেছেন। এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, অভিযোগ পেয়েছি। রাতেই তাকে আটক করা হয়েছে। আজ সকালে জালাল হাওলাদারকে আদালতে প্রেরণ করা হয়েছে।







