মোঃ মারুফ হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি:
শার্শায় ড্যাফ বাংলাদেশ এর নতুন শাখার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর একটার দিকে উপজেলার বেনাপোল ইউনিয়নের কাগজপুকুর বাজারে নিজ কার্যালয়ে শার্শা উপজেলার নতুন শাখার শুভ উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠানে সংস্থাটির শার্শা উপজেলা শাখার কো-অডিনেটর মোছাঃ আয়েশা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসানুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আতিয়ার রহমান, জনাব সাধনা রানী সরকার (কো- অডিনেটর, ড্যাব বাংলাদেশ, ঢাকুরিয়া আঞ্চলিক অঞ্চল), জনাব সাফিয়া বেগম (কো- অডিনেটর, ড্যাব বাংলাদেশ,যশোর সদর), উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আবু মুসা ও সিহাব মির্জা সহ অনন্য ব্যক্তিবর্গ।
শুভ উদ্ভোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, ড্যাফ বাংলাদেশ একটি বেসরকারি সংস্থা। এর লক্ষ্য হলো আর্থ-সামাজিক উন্নয়ন ও সম্প্রদায়ের ক্ষমতায় এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে।







