চাইথোয়াইমং মারমা ,স্টাফ রিপোর্টার রাঙ্গামাটি:
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের নানা আয়োজনের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়।
১ নভেম্বর সকাল ৮টায় বিহার প্রাঙ্গণে প্রধান অতিথি আগমনে মধ্যে দিয়ে রাজকীয় সঙঘনায়ক মহাথের উ: ঞানাওয়াইংসা বৌদ্ধ ধর্মের পতাকা উত্তোলন মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়। এসময় সভাপতিত্ব করেন, হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ উ: নাইনদাওয়াসা মহাথের সহ বিভিন্ন এলাকায় হতে বৌদ্ধ বিহার প্রধান অধ্যক্ষ ভিক্ষু সংঘদায়করা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, স্থানীয় বৌদ্ধ ধর্মের প্রাণ উপাসক উপাসিকা সহ দায়ক ও দায়িকা মিশিলা নারী সন্ন্যাসীগণ ছোট বড় নরনারী কঠিন চীবর দানোৎসব উপদেষ্টা ৩নং ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সহ সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা অংশগ্রহণ করেন।
হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৬৩ তম কঠিন চীবর দানোৎসব হিসাবে অনুষ্ঠিত বলে বিহার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক জানান। প্রতিবছর বৌদ্ধ ধর্মের রীতিনীতি গৌতম বুদ্ধের আর্দশ আড়াই বছর আগে হতে এ কঠিন চীবর দানোৎসব পালন করে আসছে। এখানে হাজার ধর্মের দর্শণার্থীরা সমাবেত দেখা গেছে। গুরু বড় মহাথেরকে সর্বপ্রথমের ৩টি চীবর দান করা হয়েছে। এর পর পর্যায়ক্রমের ১৮৩ চীবর যার যার ব্যক্তিগত ভাবে দায়ক ও দায়িকারা অতিথি ভিক্ষুদের হাতে চীবর দান প্রদান করা হয়েছে।
পিন্ড দান, ফুল পূঁজা প্রদীপ জ্বল পূঁজা আহার ছোয়াইংদান সহ আগত অথিদেরকে ভিক্ষুসহ সাধারণ ধর্মপ্রাণ আসাদেরকে দুপুরে আহার ভোজন করা হয়। বিকাল ৩টায় সকলে ধর্মপ্রাণ উদ্দেশ্য দেশনায় সহ বিভিন্ন জাতক ত্রিপিটক পাঠ প্রদান করা হয়। শেষান্তে, উ: ক্ষেমাচারা ভি ক্ষু বলেন, বিশ্বের সকল জাতি ধর্ম র্বণ নির্বিশেষে সুখ শান্তি জন্য গৌতম বুদ্ধের কাছে সকলে মিলে প্রার্থণা করা হয়েছে। সব্বে স ত্তা সুখীতা হোন্ত জগতে সকল প্রাণী সুখি হোক। প্রতিবছর সকলে দায়ক দায়িকা মিলে কঠিন দানোৎসব পালিত করব বলে জানা যায়। সন্দ্যা বেলায় ফানুস উড়ানোর হয়েছে কঠিন দানোৎসব উদযাপন কমিটি গণমাধ্যমকে জানান।







