প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুলকোর্ট সভা। এতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি অংশ নেবেন।
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবালের স্বাক্ষরিত এক নোটিশে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) বেলা ৩টায় সুপ্রিম কোর্টের প্রশাসন ভবন-৪ এর দ্বিতীয় তলার কনফারেন্স কক্ষে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সভায় বিচার বিভাগের প্রশাসনিক ও নীতিগত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।







