জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র‍্যালী করেছে মুক্তাগাছা বিএনপি ও অঙ্গ সংগঠন

সোমবার  (১১ নভেম্বর) বিকাল ৪ টায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র‍্যালী করেছে উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠন। উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুর এবং সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহীদের নেতৃত্বে  এই র‍্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি,যুবদল, সেচ্ছাসেবকদল,ছাত্রদল সহ বিভিন্ন অংশ সংগঠনের নেতৃবৃন্দ। মুক্তাগাছা পৌরসভা থেকে র‍্যালীটি বের হয়ে পৌর শহরের মূল মূল আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে আবার পৌরসভায় এসে র‍্যালীটি মিলিত হয়।
র‍্যালী পরবর্তীতে দৈনিক প্রলয়কে উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাঈদউজ্জামান সাঈদ বলেন, ‘স্বাধীন বাংলাদেশে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য স্বাধীনতা দিবস, বিজয় দিবসের চেয়ে কোনো অংশে কম নয়।’
তিনি বলেন, ‘১৯৭২ সালে বাকশাল কায়েম করে একদলীয় শাসন করেছিল আওয়ামী লীগ। ১৯৭৫ সালের নভেম্বরে এই বাকশালী চক্র মিলে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বন্ধি করে রেখেছিল। ফলে ৭ই নভেম্বর সিপাহি-জনতা মিলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্ধিদশা থেকে মুক্ত করে এনেছিল। সেই দিনই কার্যত বহুদলীয় গণতন্ত্রের বীজ রোপিত হয়েছিল।’
তিনি আরও বলেন, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে এনেছিলেন। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা বিগত ১৬ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের ইতিহাস মুছে ফেলতে নানা রকমের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ‘ছাত্র-জনতার অভ্যূত্থানে ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বিদেশে গিয়েও সে এবং তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশ নায়ক তারেক রহমানের স্পষ্ট বার্তা, খুনি হাসিনার সব ষড়যন্ত্র মোকাবেলা করতে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বিগত দিনের মতো রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।’
অন্যান্যের মধ্যে র‍্যালীতে উপস্থিত ছিলেন শহর যুবদলের সভাপতি পদপ্রার্থী মিঠুন চক্রবর্তী, পৌর যুবদল নেতা রাজীব মিএ,  পৌর সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আকবর (আলী), উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হাফিজুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হ্রদয় চন্দ্র দে” সহ টিপু সুলতান, আবু হাসান লিমন,তানভীর রহমান লিমন,জহিরুল ইসলাম, আমীর ফয়সাল প্রমুখ বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতৃকর্মী।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জাতীয় বিপ্লব ও সংহতি দিবস * মীর সবুর আহম্মেদ
সর্বশেষ সংবাদ