ওরনা পেঁচিয়ে স্বামীকে শ্বাসরোধে হত্যা অভিযোগ, স্ত্রী গ্রেপ্তার

নিহতের বাড়িতে উৎসুক জনতা

ঘোড়াঘাট, দিনাজপুর প্রনিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে সুমন চৌধুরী (৩২) নামে একজনকে গলায় ওরনা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। এ অভিযোগে স্ত্রী দুল্লী রাণীকে (২৭) গ্রেপ্তার করছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর আনুমানিক ৫টায় উপজেলা বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার হানসা লাল চৌধুরীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

নিহত ব্যক্তির বাবা হানসা লালের অভিযোগ তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি জানান, তারা স্বামী স্ত্রী একই ঘরে অবস্থান করছিলেন। গত রাতের কোন এক সময় ঘুমের মধ্যে তার ছেলে সুমন চৌধুরীকে গলায় ওরনা পেঁচিয়ে তার স্ত্রী শ্বাসরোধ করে হত্যা করেছে।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা ঘোড়াঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: সাগর শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা মরদেহ উদ্ধার করি। এসময় নিহত ব্যক্তি খাটের উপর শোয়া অবস্থা ছিল। স্থানীয়রা ও নিহতের পরিবার দুল্লী রাণীকে আটক করে। পরে নিহতের স্ত্রী দুল্লী রাণীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।

ঘোড়াঘাট-হাকিমপুর থানার সহকারি পুলিশ সুপার, আ. ন. ম. নিয়ামত উল্লাহ জানান,নিহতের গলায় দাগের চিহ্ন আছে। আলামতসহ লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে এটি হত্যা নাকি আত্নহত্যা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ঘোড়াঘাটে ওরনা পেঁচিয়ে স্বামীকে শ্বাসরোধে হত্যা অভিযোগ * মনোয়ার বাবু * স্ত্রী গ্রেপ্তার