বিএনপি’র যুগ্ম সম্পাদক রিপনের সাথে কালীগঞ্জ বিএনপি নেতাকর্মীদের মতবিনিময়

কালীগঞ্জ,গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক গুলসান থানা যুবদলের সাবেক সভাপতি হাসনাত কবির খাঁন রিপনের সাথে গাজীপুরের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ  মতবিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মৈশাইরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় জাসাস কালীগঞ্জ থানার সাবেক সভাপতি মিডিয়া ব্যাক্তিত্ব আরিফ আমান ভুইয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোক্তারপুর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমান হোসেন খান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উওর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক তিতুমীর কলেজের সাবেক ভিপি শামসুল হক, গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান খান মুন্না, কালীগঞ্জ থানা বিএনপির-সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা যুবদলের আহবায়ক আলী নুর হাসান, বিএনপি নেতা এবাদুল্লাহ শেখ দুলাল, মনসুর আহমেদ, কালীগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব হাসান শেখ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক বাগমার নয়ন, সাধারণ সম্পাদক মজনু শেখ, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মাষ্টার, বিএনপি নেতা ইমরুল কয়েস, তাপস, সাবেক পৌর কাউন্সিলর মোমেন আকন্দ, রুহুল আমিন, ছাত্রনেতা আকরাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * যুক্তরাজ্য * যুক্তরাজ্য বিএনপি'র যুগ্ম সম্পাদক রিপনের সাথে কালীগঞ্জ বিএনপি নেতাকর্মীদের মতবিনিময় * সামসুল হক জুয়েল