ঘোড়াপ্রীতি যে বলিউড তারকা

 

অনেক বলিউড তারকাই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেট দল কিনেছেন। তবে রণদীপ হুডা কিনেছিলেন পোলো টিম রয়্যাল রুস্টার্স। কেবল দল কেনাই নয় রণদীপ হুডার ঘোড়া নিয়ে আগে থেকেই আলাদা আগ্রহ আছে।

ঘোড়া থেকে পড়ে বহুবার আহত হয়েছেন। তবু কখনো তিনি ঘোড়ায় চড়া ছাড়েন না। শুটিংয়ের বাইরে তাঁর সবচেয়ে প্রিয় কাজগুলোর এটি একটি। যখন আমার জীবনে কোনো কিছুই কাজ করে না হতাশ থাকি আস্তাবলে ফিরে যাই। নতুন করে প্রেরণা খুঁজে পাই। ঘোড়াপ্রীতি নিয়ে এভাবেই বম্বে টাইমসকে বলেছিলেন রণদীপ।

রণদীপ আরও বলেন ঘোড়া চালানোর সময় নিজেকে সবচেয়ে স্বাধীন মনে হয়। বছরের পর বছর ধরে ঘোড়াগুলো আমার পরিবারের সদস্য হয়ে উঠেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ঘোড়াপ্রীতি যে বলিউড তারকা