টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে লিটন

সদরুল আইন, ক্রীড়া ডেস্ক:
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে বোলিংয়ে পাঠান অধিনায়ক সাকিব আল হাসান।
শ্রীলঙ্কা সঙ্গে ৫ উইকেটে হেরে এশিয়া কাপ মিশন শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে গ্রুপ ‘বি’ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করে টাইগাররা।
আফগানিস্তানকে ৮৯ রানে বিধ্বস্ত করে শান্ত-মিরাজরা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন নাজমুল হাসান শান্ত। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন দলে যোগ দেওয়া লিটন দাস।
অন্যদিকে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে নেপালকে ২৩৮ রানে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে বৃষ্টির বাগড়ায় ভেসে যায়। ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
বাংলাদেশ একাদশ: 
নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: 
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * এশিয়া কাপে * টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ * সুপার ফোর