চবিতে খাবার হোটেলে অভিযান, ১২ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকার বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখা ও অনিরাপদ খাবার পানি সরবরাহের অপররাধে চারটি হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ এ জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করে ক্যাব যুব গ্রুপ চবি শাখা।

অভিযানে মউর দোকান ও মতলব ফুডে দুই হাজার করে চার হাজার এবং বেল্লাল হোটেল ও আজিজ হোটেলে চার হাজার করে ৮ হাজার টাকা জরিমানা দায়ের করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক আনিসুর রহমান এবং রানা দেবনাথ। এছাড়াও অভিযানে আরও উপস্থিত ছিলেন, ক্যাব যুব গ্রুপ চবি শাখার  সভাপতি রাব্বি তৌহিদ, সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক রোজাইন আল রাফি ও সদস্য: রোমান রহমান, রাফসান আলভি, বায়েজিদ হোসেন, রাফেজা রিপা।

মোহাম্মদ ফয়েজুল্লাহ বলেন, আমরা ভোক্তা অধিদপ্তর ও ক্যাব চবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন গুলোতে অভিযান পরিচালনা করেছি। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও অনিরাপদ খাবার পানি সরবরাহের দায় চারটি দোকানে সর্বমোট বারো হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।  তাদেরকে এ ধরনের থেকে তো

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ১২ হাজার টাকা জরিমানা * চবিতে খাবার হোটেলে অভিযান
সর্বশেষ সংবাদ