মিরসরাইয়ে সক্রিয় হাইওয়ে পুলিশ, ৫ মামলা ও জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে কাজ করছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এরই ধারাবাহিকতায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫টি মামলা ও ২৭ হাজার ৫শ টাকা জরিমানা করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ।
জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক সোহেল সরকার বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আজ পুরোদমে সড়কে কাজ করছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। তার ধারাবাহিকতায় আজকে ৫ টি মামলা ও ২৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের অভিযান অব্যহত থাকবে।