বরিশাল রেঞ্জের আনসারের উপ-মহা পরিচালক সাময়িক বরখাস্ত
বরিশাল প্রতিনিধি:
অপরাধমুলক কাজের সংশ্লিষ্টটা থাকায় বরিশাল রেঞ্জের আনসারের উপ – মহা পরিচালক মোঃ ফকরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাকে বরিশাল রেঞ্জের উপ- মহা পরিচালকের পদ থেকে সাময়িক বরখাস্ত করে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারিতে বলা হয়েছে সরকারি কর্মচারীর আইন মোতাবেক বরিশাল রেঞ্জের আনসারের উপ- মহাপরিচালক মোঃ ফখরুল আলমকে সাময়িক বরখাস্ত করে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত করা হয়।
প্রজ্ঞাপন সুত্রে জানা যায়, আনসারের বরিশাল রেঞ্জের উপ – মহা পরিচালক ফখরুল আলমের বিরুদ্ধে নাশকতা মুলক কাজের সাথে সংশ্লিষ্টটা থাকার অভিযোগে সরকারি বিধিমালা ২০১৮ অনুযায়ী বিভাগীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে দায়িত্ব থেকে সাময়িক বিরত রাখার আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ফখরুল আলমের কাছ মন্তব্য জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি।