চাইথোয়াইমং মারমা বিশেষ প্রতিবেদক:
চট্টগ্রাম বিভাগের আন্তর্জাতিক বিশ্বতাানের সাংস্কৃতিক সংগঠন এর উদ্যোগে ইফতার ও মাহফিল সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা সদরঘাট মুনস্টার হোটেল দ্বিতীয় তলা হলরুমে ইফতার ও মাহফিল সভা উপস্থিত উদ্বোধক সংবর্ধিত গণপ্রজাতন্ত্রী সরকার হিন্দু কল্যাণ ট্রাস্ট উপদেষ্টা শ্রী দীপক কুমার পালিত।
প্রধান অতিথি ট্রেজারার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ প্রধান বক্তা সৈয়দ মোহাম্মদ আলম মাসুদ সেক্রেটার ল পার্লামেন্ট চট্টগ্রাম প্রধান আলোচক লায়ন এম এ মুসা বাবলু চট্টগ্রাম মহানগর পাঁচলাইস থানা জাসদ আহবায়ক মহান অতিথি মোহাম্মদ কামরুল ইসলাম লেখক গণমাধ্যম কর্মী সহ সংবর্ধিত অতিথি একিউএম মুসলেউদ্দিন ডাক্তার অসীম সরকার বিশিষ্ট সমাজ সেবক চাইথোয়াইমং মারমা সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিশতান পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা।
এইচআরসি প্রেস ডক্টর সাজ্জাদ হোসেইন সনচয়ন নাথ (সংগঠক)ইফরাদ আবেদ (উপস্থাপক) লুনেট বড়ুয়া প্রকৌশলীরুবেল দাস বিকাশ মিত্র মোহাম্মদ নাজিম উদ্দিন মোহাম্মদ সেলিম ভূঁইয়া স্বপন তালুকদার শিমুল দাস মোহাম্মদ আসিফ টিটন দাস এবং সমাজসেবক রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষিকা বিভিন্ন দপ্তরে প্রতিনিধি এতিমখানার ইমাম সাহেব এতিমের শিক্ষার্থী বিশ্ব তানে প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা মানবাধিকার ও সংস্কৃতি কর্মী ফারহানা আফরোজ অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিল এর দোয়া মোনাজাত আদায় সকল সম্প্রদায়ের প্রতি বিশতান পরিবারে একসাথে এগিয়ে যেতে পারি। সবাইকে একে অপরের সকল সম্প্রদায় যৌথ বিশ্বতান কে এগিয়ে নিয়ে যায়। উল্লেখ্য বিশেষ সংবর্ধিত মধ্যে পার্রত্য চট্টগ্রামে বিশ্বতানে উপদেষ্টা সাংবাদিক মানবাধিকার কর্মী চাইথোয়াইমং মারমা ও আইএইআরসি প্রেস এম্বাসেডর ডক্টর সাজ্জাদ সহ দুজনকে আইডি কার্ড গলায় পড়িয়ে প্রদান করা হয়। বক্তারা বলেন, এ মাস মুসলিম ধর্মীয় পবিত্র ঈদুল ফিতর মাস হিসাবে সকলে পরিচিত লাভ করছে। রোজার মাসে সকল মুসলিম ভাইরা ঠিক মত শান্তি শৃঙ্খলা পরিবেশে রোজা থাকতে পারি। বিশ্ব তানের সাংস্কৃতিক সংগঠনের এর বিভিন্ন ধর্মের সদস্য সদস্যা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা যায়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ অব্যহত চলমান থাকবে মনে করি। বিশ্ব তান সাংস্কৃতিক অঙ্গনে সুনামের সাথে পরিচিতি লাভ করে,শেষে প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা বলেন,আজকের ইফতার ও মাহফিল সভা সুন্দর পরিবেশে শেষ করতে পেরে নিজেকে আনন্দিত বোধ করছি।
সঞ্চালনা ছিলেন সাইদুর রহমান পিন্টু উপদেষ্টা মন্ডলী। শেষে সকল দেশবাসীর প্রতি দোয়া মোনাজাত এই মহা রমজান মাসে শান্তি শৃঙ্খলা ভাবে পবিত্র ঈদুল ফিতর উৎসব পালন শেষ করতে পারি।