রুমায় ট্রাকের সাথে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত;আহত- ১

রুমা,বান্দরবান প্রতিনিধি:
 বান্দরবানের রুমা উপজেলার ট্রাকের সাথে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. আবু সালেহ(৪৫) নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আজাদ (৩৯) নামে আরো একব্যাক্তি। আজ (২৬ ফেব্রুয়ারী) দুপুরে রুমা মুনলাই পাড়ার এলাকায় কিছুক্ষণ রেষ্টুরেন্টে সামনে এই ঘটনাটি ঘটে। নিহত  যুবক সাতকানিয়া কেওচিয়া গ্রামের মিয়া হোসেন ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, সকালে মোটর সাইকেল যোগে বগালেকে ঘুরতে যান। ঘোরাফেরা শেষে বান্দরবান দিকে ফিরছিলেন তারা। এসময় মুনলাই পাড়া এলাকায় কিছুক্ষণ রেষ্টুরেন্টে সামনে পৌছালে বগালেকগামী ট্রাকের সাথে মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ঘে হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় দুর্ঘটনায় পায়ে ও বুকে গুরুতর আহত আজাদ (৩৯) বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ঘটনাস্থলে থেকে রহিম নামে ট্রাক চালক পালিয়ে যান।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান বলেন, ট্রাকের সাথে মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ঘে যে ব্যক্তি মারা গেছে রুমা সদর হাসপাতালে রাখা হয়েছে। আত্মীয় স্বজনরা নিতে আসলে পরিবারের হাতে লাশটি হস্তান্তর করা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ট্রাকের সাথে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ * রুমা