এক মাসের ছুটিতে লিটন, নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক শান্ত

এই সিরিজে ইনজুরির কারণে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের না থাকা নিশ্চিত হয়েছিল আগেই। এবার জানা গেল, খেলবেন না লিটন দাসও। সদ্য কন্যা সন্তানের বাবা হয়েছেন এই ওপেনার। তাকে ও স্ত্রীকে সময় দিতে ছুটি চান লিটন। শুরুতে রাজি না হলেও পরে তার চাওয়ায় রাজি হতে হয়েছে বিসিবিকে।

এ নিয়ে শনিবার মিরপুরে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘লিটন এক মাসের ছুটি চেয়েছে। দুটি টেস্ট খেলবে না। যে দুইটা টেস্ট আছে। সে চাচ্ছে পরিবারকে সময় দিতে। সেজন্য সে বলেছে এক মাস একান্তভাবে তার পরিবারের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা বলেছি ঠিক আছে। কারণ এখন কোনো খেলোয়াড়কে তো জোর করে খেলানো যাবে না। ’

‘আমরা বলেছিলাম তুমি প্রথম টেস্টটা খেলো না, দ্বিতীয়টা খেলো। ও বলেছে নতুন জন্ম নেওয়া শিশু ও স্ত্রীকে একমাস সময় দিতে চায়। যখন বারবার বলেছে তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তার ছুটি এপ্রুভ করবো। ’

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ শেষে ফিরতি সফরে সে দেশে যাবে বাংলাদেশ দল। আগামী ১১ অথবা ১২ ডিসেম্বর ঢাকা ছাড়ার কথা টাইগারদের। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাওয়া সেই সফরে কি পাওয়া যাবে লিটনকে?

জালাল উত্তরে বললেন, ‘সেটা আলাপ করিনি। এটা জানতে হবে তার কাছ থেকে। কোনো খেলোয়াড় যদি খেলতে না চায়, তাকে জোর করে আপনি জাতীয় দলে খেলাতে পারবেন না। জাতীয় দলে খেলতে হলে পেশাদারিত্বটা হৃদয় থেকে আসতে হবে।’

আফগানিস্তানের বিপক্ষে সাকিব না থাকায় টেস্টে নেতৃত্বে অভিষেক হয়েছিল লিটনের। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও সাকিবের অনুপস্থিতিতে তার নেতৃত্ব দেওয়ার কথা ছিলো। কিন্তু তিনি ছুটি নেওয়ায় নাজমুল হোসেন শান্তকে দেওয়া হয়েছে দায়িত্ব, ‘সামনের দুইটা টেস্টে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক।’

২৮ নভেম্বর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ৬ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নাজমুল হোসেন শান্ত * বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ * বিসিবি * লিটন দাস
সর্বশেষ সংবাদ