গাইবান্ধায় জামায়াত কর্মীকে হত্যার ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী শাহাবুল ইসলাম (৪৫) কে কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন মন্ডলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ। গ্রেফতারকৃত শাহাবুদ্দিন মন্ডল উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের মৃত শামস উদ্দিন মন্ডলের ছেলে। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
ওসি আবদুল হাকিম আজাদ আরও বলেন, এজহার নামীয় আসামি মো. শাহাবুদ্দিন মন্ডলকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এরপর শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ, গত ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে এ মামলা দায়ের করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গাইবান্ধায় জামায়াত কর্মীকে হত্যার ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার