শেরপুরে কৃষিবিদ ফাউন্ডেশনের বিনামূল্যে বীজধান ও ছাত্রছাত্রীদের উপকরন বিতরণ

শেরপুরের নালিতাবাড়ী কৃষিবিদ ফাউন্ডেশনের উদ্যোগে ৯ নভেম্বর দুপুরে আদিবাসী সংগঠন  ট্রাইব্যাল চেয়ারম্যান কোপেন নকরেকের বাড়ি নয়াবিলে  বন্যায় ক্ষতিগ্রস্ত  প্রাইমারী স্কুলের ছাত্র- ছাত্রীদের স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ বিতরন করেন, ক্ষতি গ্রস্থ  কৃষকদের মাঝে বিতরন করেন ৫ কেজি করে বোর  ধান বীজ।  ২ শত ছাত্র ছাত্রী পেয়েছে শিক্ষা উপকরন। ২ শত কৃষক পেয়েছে ধান বীজ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * শেরপুরে কৃষিবিদ ফাউন্ডেশনের বিনামূল্যে বীজধান ও ছাত্রছাত্রীদের উপকরন বিতরণ