আপনাদের ক্ষমতার গদি যেকোনো সময় টুস করে পড়ে যেতে পারে: নুরুল হক নুর

 

নেত্রকোণা প্রতিনিধি :

এই সরকারকে পরিষ্কারভাবে বলছি আপনাদের জন্যে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, জেল কেটেছি। কিন্তু আপনারা যদি জনগণের দুঃখ কষ্ট না বুঝে শুধুমাত্র শহরের কিছু এলিটদেরকে প্রধান্য দিয়ে রাষ্ট্র সংস্কারের দিকে ব্যস্ত থাকেন আর যদি দ্রব্যমূল্যে এই দেশের জনগণ দুর্ভোগে পড়ে কষ্টের মাঝে থাকেন তাহলে কিন্তু যেকোনো সময় আপনাদের ক্ষমতার গদি টুস করে পড়ে যেতে পারে। রাষ্ট্র সংস্কার, বিচার বিভাগ সংস্কার এই দেশের গরীব দুঃখী মেহনতী মানুষ, সাধারণ জনগণ বুঝে-না। তারা বুঝে চাল ডাল পেঁয়াজ মাছ মাংসের দাম কমছে কি-না। পত্র পত্রিকায় আমরা দেখতে পাই কোথাও কোথাও স্কুলের ম্যানেজিং কমিটি, হাসপাতালের টেন্ডার নিয়ে সংঘর্ষ হচ্ছে। এছাড়াও চাঁদাবাজির হাত বদল হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়নি। গণঅধিকার পরিষদ চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার। গণঅধিকার পরিষদ চাঁদাবাজি করেনা, জায়গা দখল করেনা। সাংবাদিকদের বলছি গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মী যদি জমি দখল ও চাঁদাবাজি করে সাথে সাথে জানাবেন আমরা গণঅধিকার পরিষদ তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। দখলবাজ, চাঁদাবাজদের যৌথবাহিনীর হাতে ধরিয়ে দেন।

ছাত্র জনতা গণঅভ্যূত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠিয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোন লাভ নেই। তারুণ্যের শক্তি দিয়ে বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যেতে হবে।

গতকাল শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে নেত্রকোণা জেলা শহরের মোক্তারপাড়া মাঠে গণঅধিকার পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

তারণ্যের সমাবেশে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক আব্দুর রহমান ও পেশাজীবী অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ সহ অনেকেই বক্তব্য দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আপনাদের ক্ষমতার গদি যেকোনো সময় টুস করে পড়ে যেতে পারে * গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি * নুরুল হক নুর * সভাপতি