দীর্ঘদিন ধরে বেতন বন্ধ নিগারদের

ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্রিকেট মাঠে সফলতা পেলেও দীর্ঘদিন ধরে বেতন বন্ধ নিগার সুলতানা জ্যোতিরা।

গত জুন মাসে টিম টাইগ্রেসদের বেতন ২০ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দিলেও বাড়তি ও মূল বেতনই পাচ্ছেন না নারী ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকার সঙ্কট না থাকলেও ৪ মাস ধরে বন্ধ রয়েছে জ্যোতি-মুরুশিদাদের বেতন। জাতীয় দলের নিয়মিত কয়েকজন নারী ক্রিকেটার বেতন না পাওয়ার বিষয়টি জানিয়েছেন। তবে কি কারণে বেতন হচ্ছে না বা কবে নাগাদ হবে এ বিষয়ে কিছুই জানেন না ক্রিকেটাররা।

এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তি করে ক্রিকেট বোর্ড। বর্তমান চুক্তির চারটি ক্যাটাগরিতে সর্বমোট ২৫ জন ক্রিকেটার আছেন। ২০ শতাংশ বেতন বাড়ানোর সময় জানানো হয়, বেতনের পরিমাণ ‘রাউন্ড ফিগার’ করতে কয়েকজন খেলোয়াড়কে আরেক কিছু বাড়তি অর্থ দেওয়া হবে। সেটিও অবশ্য ছেলেদের তুলনায় নগণ্য। নারী ক্রিকেটারদের বেতন সর্বোচ্চ এক লাখ, সর্বনিম্ন ৩০ হাজার।

­­­­­এমন পরিমাণেও জুনের পর থেকে বেতন বন্ধ নিগারদের। এর কারণ খেলোয়াড়দের জানানো হয়নি কেন? এমন প্রশ্নে সেই কর্মকর্তা বলেন, ‘ক্রিকেটারদের চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। আমরা তৈরি করে বোর্ডে জমা দিয়েছি। বোর্ড এখনো এটির অনুমোদন দেয়নি। এ জন্য জটিলতা তৈরি হয়েছে।’ বেতন বন্ধ থাকলেও ঠিকই পারফরম করে যাচ্ছেন নিগাররা। জুলাইয়ে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ নারী দল। এরপর ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতে ২-১ ব্যবধানে। এ ছাড়া গত জুনের পর ফল হওয়া আটটি ওয়ানডের মধ্যে চারটি জিতেছে বাংলাদেশ নারী দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বাংলাদেশ ক্রিকেট বোর্ড * বাংলাদেশ নারী ক্রিকেট দল * বেতন বন্ধ