এখনো দারুণ ফিট সাকিবরা, এখনো পারফর্ম করছেন: চণ্ডিকা হাতুরাসিংহে

 

কাল পুনেতে ভারত বিশ্বকাপের নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে নেই সাকিব আল হাসান। সমর্থকদের ধারণা, বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন অভিজ্ঞ অলরাউন্ডার।

কাল অজিদের বিপক্ষেই কি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ? আজ ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তর দিতে হয় প্রধান কোচ চণ্ডিকা হাতুরাসিংহেকে। সাকিব-মুশফিকরা নিজেদের শেষ বিশ্বকাপ খেললেন কি না জানতে চাইলে তিনি জানিয়েছেন, এখনো দারুণ ফিট সাকিবরা, এখনো পারফর্ম করছেন।

এটাই শেষ বিশ্বকাপ কি না সেটা তাদের ওপর ছেড়েছেন এই শ্রীলঙ্কান। হাতুরাসিংহে আরো বলেন, ‘তাদের জার্নিটা দারুণ ছিল।

একজন ক্রিকেটারের জন্য পাঁচটি বিশ্বকাপ খেলাটা বিশেষ কিছু। সত্যি বলতে আমি জানি না তারা তাদের শেষ বিশ্বকাপ খেলছে কি না। তারা এখনো দারুণ ফিট, এখনো পারফর্ম করছে। এই সিদ্ধান্ত নেওয়াটা তাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার।’

সাকিব ও মুশফিক এবার নিজেদের পঞ্চম বিশ্বকাপ খেললেন। মাহমুদউল্লাহ চতুর্থ। বয়স ৩৭ ছুঁয়েছে সবার। তবুও এ প্রসঙ্গে কৌশলী হাতুরাসিংহে। হাতুরাসিংহে বলেন, ‘আমি এমন মন্তব্য করতে পারব না যে এটা তাদের শেষ বিশ্বকাপ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চণ্ডিকা হাতুরাসিংহে * ভারত বিশ্বকাপ * সাকিব আল হাসান