অর্থনীতি ডেস্ক:
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রস্তাবিত আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম। পরিকল্পনা মন্ত্রণালয়ের সভায় এডিপির এ খসড়া অনুমোদন পেয়েছে, যা চলতি মাসেই জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় চূড়ান্ত অনুমোদন পাবে।
প্রস্তাবিত এডিপির মধ্যে সরকারি তহবিল বা জিওবি থেকে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা বা ঋণের মাধ্যমে জোগান ধরা হয়েছে ৮৬ হাজার কোটি টাকা।
জানা গেছে, আগামী অর্থবছরের এডিপিতে ১ হাজার ১৪২টি প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে। অন্যান্য বছরের মতো এবছরও পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা পরবর্তীতে বাজেট বাস্তবায়ন ও অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে কমিয়ে আনা হয়।
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) আসন্ন সভায় এডিপির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অর্থনীতিবিদরা বলছেন, খরচ কমিয়ে কার্যকর ও টেকসই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই হবে নতুন এডিপির মূল লক্ষ্য।