মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
টানা পাঁচ দিনের ‘কলম বিরতি’র পর আবারো স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউজে। সোমবার (২০ মে) অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে কলম বিরতি স্থগিত করে কাজ শুরু করেন কাস্টমস কর্মকর্তারা। এর ফলে মঙ্গলবার সকাল থেকে বন্দরে দেখা যায় আগের মতোই কর্মচাঞ্চল্য ও ব্যস্ততা।
জানা গেছে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কলম বিরতি পালন করেন কাস্টমস কর্মকর্তারা। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম ও শুল্কায়ন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়।
সকালে কাস্টমস হাউজ, বন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। কলম বিরতিতে জমে থাকা কাজ দ্রুত নিষ্পত্তির জন্য বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে সংশ্লিষ্ট দফতরে।
এদিকে, ভারতের আরোপিত নিষেধাজ্ঞার কারণে রপ্তানি নিষিদ্ধ ৭ ধরনের পণ্যের ট্রাকগুলো আবার ঢাকা ফিরে যাচ্ছে। গার্মেন্টস পণ্যবোঝাই এসব ট্রাক আগেই বেনাপোল বন্দরে প্রবেশ করেছিল। অনুমতির অনিশ্চয়তার কারণে রপ্তানিকারকরা ট্রাকগুলো ফেরত নিচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সিএন্ডএফ (C&F) এজেন্টরা বন্দরের কাছে আবেদন করে ট্রাক রওনা দিয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভারতীয় কাস্টমসের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চয়তা না পাওয়ায় রপ্তানিকারকদের মধ্যে হতাশা বিরাজ করছে।
প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে গড়ে ৪৫০-৫০০ ট্রাক আমদানি পণ্য আসে বেনাপোলে। আর এখান থেকে ২০০-২৫০ ট্রাক রপ্তানি পণ্য ভারতে যায়। দেশের ৭৫ শতাংশ শিল্প কারখানার কাঁচামাল এবং খাদ্যদ্রব্যের বড় একটি অংশ আসে এই বন্দর দিয়ে।
পাঁচ দিনের অচলাবস্থার অবসানে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে অনেকে মনে করছেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আবারো এমন কর্মসূচি হতে পারে।