দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন বাজেট এবং আন্তর্জাতিক চাপ নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার (২৩ মে) রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড–২০২৫-এর জাতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালেহউদ্দিন বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের বাইরেও নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। অনেকে আমাদের “অথর্ব” বলেন, সমালোচনা করেন—তাতে সমস্যা নেই। তবে এসব মন্তব্য দেশের ভাবমূর্তির জন্য সুখকর নয়।’
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক করছাড়ের প্রস্তাব এসেছে। বাজেটের পরদিনই এসবের ব্যাখ্যা দিতে হবে। তবে আইএমএফ যেভাবে চেয়েছিল, আমরা তেমন চাপাতে দিইনি। একটা সমঝোতায় পৌঁছানো গেছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বক্তব্যে তিনি বলেন, ‘অর্থনীতি হলো প্রয়োগভিত্তিক বিজ্ঞান। স্কুল-কলেজ থেকেই এর চর্চা বাড়াতে হবে।’
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘গত কয়েক দশকে প্রবৃদ্ধি বেড়েছে ঠিকই, কিন্তু বৈষম্যও বেড়েছে। এই প্রবৃদ্ধি পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে রয়েছে।’
সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, ‘গত ৯ মাসে হয়তো বড় অর্জন আসেনি, কিন্তু অনিয়ম ও টাকা পাচার অনেকটাই বন্ধ হয়েছে। এটাই বড় অগ্রগতি। তবে রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে, যা অর্থনীতির জন্য হুমকি।’
এই আয়োজনে সারা দেশের ২০ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত পাঁচজন জাতীয় পুরস্কার পান। তাঁদের দেওয়া হয় স্মার্টফোন ও ল্যাপটপ। এই পাঁচজন আজারবাইজানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।