সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারত সরকার সোমবার (১৯ মে) থেকে প্লাস্টিক সামগ্রী, জুস এবং তৈরি পোশাক রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছে।
চাতলাপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তারিক মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি এসেছে এই নিষেধাজ্ঞার বিষয়ে।
এ অঞ্চলের ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, ভারতের বাজারে প্লাস্টিক ও জুস পণ্যের ভালো চাহিদা ছিল, রপ্তানি বন্ধ হওয়ায় ব্যবসায় বড় ক্ষতি হয়েছে এবং স্থানীয় অর্থনীতিও প্রভাবিত হবে।
চাতলাপুর বন্দর দিয়ে নিয়মিত মাছ, সিমেন্ট, প্লাস্টিক, জুসসহ নানা পণ্য রপ্তানি হয়। তৈরি পোশাক রপ্তানি কম থাকলেও নতুন নিষেধাজ্ঞার কারণে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা আশা করেন, দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে না হলে সীমান্ত বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।