ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার জন্য চালানো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনাসদস্য উভয়ই রয়েছেন বলে জানায় নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন অভিযানের আগে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ব্যাপক আকাশ অভিযান চালানো হয়। ১৫০টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করে আকাশ প্রতিরক্ষা অকার্যকর করা হয়, যাতে হেলিকপ্টার নিরাপদে সেনা নামাতে পারে। পরে ওই সেনারা মাদুরোর অবস্থান লক্ষ্য করে অভিযান চালায়।
স্থানীয় সময় শনিবার ভোরে মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দেশটির বাইরে নিয়ে যায়। এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানের প্রশংসা করে বলেন, “নিরাপদ, সঠিক ও বিচক্ষণ রাজনৈতিক রূপান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে।”
একই সঙ্গে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কৌঁসুলিরা মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের অভিযোগসহ একাধিক অপরাধের অভিযোগপত্র প্রকাশ করেছে।
তবে সমালোচকেরা বলেন, যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তারা উল্লেখ করেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া অভিযান চালানো হয়েছে, যা লাতিন আমেরিকার অঞ্চলে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
