তালতলী(বরগুনা) সংবাদদাতা
বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় কেন্দ্রেীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে তালতলীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধায় যুবদলের কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহ্সান বরগুনা জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে মো. রাজিবুল ইসলাম সোহেল কে আহ্বায়ক, মো. ফয়জুল মালেক সজিব কে সদস্য সচিব ও মো. জুয়েল পিয়াদাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বরগুনা জেলা ছাত্রদলের সদস্য ও তালতলী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নেতৃত্বে আনন্দ মিছিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান অসীম,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর মিয়া প্রমুখ
মিজানুর রহমান
তালতলী বরগুনা