গৌর নদীতে বাস চাপায় ভ্যান যাএী নিহত

 

বরিশাল  প্রতিনিধি:

গৌরনদীর আশোকাঠী নামক স্হানে বাসের চাপায় নিগার সুলতানা  ( ৫০) নামের এক ভ্যান যাএী নিহত  হয়েছে।  এবং  ভ্যান চালক গুরুতর আহত হয়েছে। নিহত নিগার সুলতানা  তার অসুস্হ ননদকে দেখতে  হাসপাতালে  এসে ঘাতক বাসের চাঁপায়  ঘটনাস্থলেই নিহত হয়েছে। ২৯/৮/২০২৩ ইং  মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নিগার আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামের আকবর আলী হাওলাদারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশোকাঠী ব্রিজের দক্ষিণপাশের ঢালে  বরিশাল থেকে ঢাকাগামী অন্তরা পরিবহনের বেপরোয়াগতির একটি বাস ভ্যানটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী নিহত এবং ভ্যানচালক গুরুত্বর আহত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ব্রিজের দুইপাশে গতিরোধক নির্মানের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। দেড়ঘন্টার সড়ক অবরোধের ফলে যানচলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল বলেন, গতিরোধক নির্মানের আশ্বাসে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে বিক্ষোভকারীরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাস চালক ও তার  স্টাফরা পালিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বরিশাল * বাস চাপায় ভ্যান যাএী নিহত * মহাসড়ক অবরোধ