বিশ্বসেরার তালিকায় বাকৃবির ১০ গবেষক

বাকৃবি প্রতিনিধি:

 

বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ জন গবেষক।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক ‘এলসেভিয়ার’ এ প্রকাশিত জরিপে বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় রয়েছেন ১০ জন বাকৃবির গবেষক যার মধ্যে ৯ জন শিক্ষক এবং ১ জন  শিক্ষার্থী ।

 

জানা যায়, গত সোমবার (১৬ সেপ্টেম্বর) এ তালিকা প্রকাশিত হয়েছে । বিজ্ঞানীদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন, পুরো এক বছরের গবেষণা ও পেশাগত ভিত্তিতে ওই তালিকা করা হয়েছে ।

 

 ওই ১০ জন গবেষক হলেন – কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো তানভীর রহমান, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো শাহজাহান, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো আবদুল হান্নান, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন, প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. কে এম গোলাম দস্তগীর, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো আবদুল মজিদ এবং বায়োটেকনোলজি বিভাগের স্নাতকোত্তর সম্পন্নকৃত সাবেক শিক্ষার্থী ইউশা আরাফ।

 

আজকে (শুক্রবার -২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন তালিকায় স্থান পাওয়া বাকৃবির কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

 

প্রফেসর  ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিশ্বসেরা ২ শতাংশ গবেষকদের তালিকায় স্থান পাওয়া অবশ্যই আনন্দের এবং গর্বের বিষয়। আমি অন্য নয়জন গবেষককে শুভকামনা জানাই  এবং আশা করছি তাদের ও অন্যান্য গবেষকদের মানসম্মত গবেষনা অদূর ভবিষ্যতে কৃষির চ্যালেঞ্জ মোকাবেলা করতে ও  খাদ্য নিরাপত্তায় এই গবেষণা  গুরুত্বপূর্ণ  অবদান রাখবে।

 

এ প্রসঙ্গে বাকৃবির সাবেক আর্থিক ও দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১০ জন গবেষকের সাফল্যে আমি গর্বিত।  শুধু ৯ জন শিক্ষক নয় আরো বেশি শিক্ষক এই তালিকায় স্থান পেলে ভালো হতো।

এই সাফল্য  বিশ্ববিদ্যালয় ও  সকল শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গর্বের বিষয় । বাকৃবির শিক্ষক ও শিক্ষার্থীদের নিরলস গবেষণার ফলস্বরুপ আমরা এই স্বীকৃতি অর্জন করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষকই গবেষণা কাজে নিয়োজিত ও ছাত্র-ছাত্রীরা ভালোভাবে পড়াশোনার পাশাপাশি গবেষণাতেও যুক্ত হয়ে কাজ করছেন। তাদের সাফল্যের কথা শুনতেও আমার ভালো লাগে।

 

উল্লেখ্য, এলসেভিয়ার প্রতিবছর প্রায় ২ হাজারের বেশি জার্নাল প্রকাশ করে। প্রকাশিত জার্নালে নিবন্ধের সংখ্যা ২ লাখ ৫০ হাজারের বেশি এবং এর আর্কাইভে ৭০ লাখেরও বেশি প্রকাশনা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বিশ্বসেরার তালিকায় বাকৃবির ১০ গবেষক
সর্বশেষ সংবাদ