ঢাকা-ভাংঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ৬

মাদারীপুর প্রতিনিধিঃ
ঢাকা- ভাংঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে মাদারীপুর জেলার শিবচর থানাধীন মুন্সিবাজার ৫ নং ব্রীজের উপর দাঁড়িয়ে থাকা চারটি মোটরসাইকেলকে চাঁপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেলের এক চালক।
স্বাধীন এক্সপ্রেস নামের একটি যাত্রিবাহী বাস বেপোরোয়া গতিতে ছুটে এসে দাঁড়িয়ে থাকা চারটি মোটরসাইকেলকে চাঁপা দিলে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক মোঃ আকাশ আলী, আহত হয় আরো ছয় জন মোটরসাইকেল আরোহী।
ঘটনা ও শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় ঢাকা – ভাংঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে ,শুক্রবার (২৫ আগষ্ট )দুপুর অনুমান ১-২৫ মিনিটের সময় মাদারীপুর জেলার শিবচর থানাধীন মুন্সীর বাজার ৫নং ব্রীজ উপর ঢাকামুখী ৪টি মোটরসাইকেলের চালক বৃষ্টির কারনে হাইওয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পার্শ্বে দাড়িয়ে থাকে ।
দ্রুত গতিতে আসা”স্বাধীন এক্সপ্রেস” পরিবহনের একটি বাস যাহার রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ব-১১-৬৮২৩ , বাসটি উল্লেখিত স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার এর উপড় দিয়ে পাড় হয়ে সার্ভিস লেনের উপড়ে দাঁড়িয়ে থাকা মোটর সাইকেলের চালকসহ ৪টি মোটরসাইকেলকে চাপা দেয়।
মোটরসাইকেল চালক মোঃ আকাশ আলী (২৪), পিতা-মোঃ মন্টু শেখ, সাং-গটিয়াকরা, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া, যাহার মোটর সাইকেল রেজিঃ নং- কুষ্টিয়া-হ-১৩-৮৮৬৮ ,ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং অন্যান্য মোটর সাইকেলের চালক ও আরোহী মোঃ রিন্টু মিয়া (৩৩), পিতা-মৃতঃ দিদার আলী, সাং-কুষ্টিয়া মিলপাড়া, অনীক হাসান (২০), পিতা-খোকন মন্ডল, সাং-রায়ডাংগা, ও ইমন শেখ (২৭), পিতা-অজ্ঞাত, সাং-রায়ডাংগা করা, সর্ব থানা ও জেলা- কুষ্টিয়া ,মোঃ মুরাদ হোসেন (২৪), পিতা- মোঃ মেজবার হোসেন, সাং- আমলাপাড়া, থানা- সদর, জেলা- কুষ্টিয়া, মোঃ রুমন (২৮), পিতা- অজ্ঞাত, সাং- অজ্ঞাত, থানা সদর, জেলা- কুষ্টিয়া, মোঃ রাকিবুল হাসান (২৪), পিতা- মোঃ সোহেল রানা, সাং- ছেউরিয়া, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া, গুরুতর আহত হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে শিবচর হাইওয়ে থানার মোবাইল পার্টির ইনচাজ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের মৃতদেহ উদ্ধার করেন।
পরবর্তীতে আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার এসআই আব্দুলাহেল বাকি বলেন আমরা সংবাদ পাই শিবচর থানাধীন মুন্সীর বাজার নামক স্থানে একটি সড়ক দূর্ঘটনা ঘটেছে ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি ও নিহতকে উদ্ধার করে ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য পাঠাই।
এক ঘন্টার মধ্যে ঢাকা – ভাংঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করি । দুর্ঘটনা কবলিত বাস ও মোটর সাইকেল থানার হেফাজতে নেওয়া হয়। বাসের চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শিবচর হাইওয়ে থানায় এ বিষয়ে একটি জিডি নং-৬৩৫, করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ঢাকা-ভাংঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে বাসের ধাক্কায় নিহত