বিশ্ববাজারে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস ইন ২০২৪’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত বছর বৈশ্বিক পণ্য ও সেবা বাণিজ্য ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে।
বাংলাদেশ ২০২৩ সালে তৈরি পোশাক রপ্তানি করে ৩৮.৪৮ বিলিয়ন ডলার আয় করেছে, যা আগের বছরের তুলনায় মাত্র ০.২১ শতাংশ প্রবৃদ্ধি। যদিও প্রবৃদ্ধি ইতিবাচক, তবে বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব কিছুটা কমে গেছে। ২০২২ সালে যেখানে বাজার হিস্যা ছিল ৭.৩৮ শতাংশ, ২০২৩ সালে তা নেমে এসেছে ৬.৯০ শতাংশে।
চীন এখনও বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ অবস্থানে রয়েছে। বাংলাদেশের পর তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম। চীনের সঙ্গে প্রতিযোগিতায় থাকার পাশাপাশি ভিয়েতনামের অগ্রগতিও বাংলাদেশের জন্য এক ধরনের সতর্কবার্তা।
বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক মূল্যস্ফীতি, কাঁচামালের দাম বৃদ্ধি, শ্রমঘন উৎপাদন খরচ এবং নীতিগত অনিশ্চয়তা—এই সব মিলিয়েই বাংলাদেশের বাজার হিস্যার ওপর চাপ পড়ছে।
তবে আশার কথা হলো, একক দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে থেকে বাংলাদেশ এখনও বিশ্ববাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে। আগামীর জন্য এই অবস্থান টিকিয়ে রাখতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধি, টেকসই কারখানা বিস্তার এবং নতুন বাজারে প্রবেশ—এই তিনটি ক্ষেত্রেই জোর দিতে হবে বলে মত বিশ্লেষকদের।