আতাউর রহমান কাওছার, ওসমানীনগর প্রতিনিধি:
জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। শুক্রবার (১৬ মে) কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ কমিটিতে সিলেটের ওসমানীনগর উপজেলার ১৬ জন ত্যাগী ও পরিশ্রমী যুবনেতা স্থান পেয়ে স্থানীয়ভাবে ব্যাপক উৎসাহ ও গর্বের জন্ম দিয়েছেন।
কমিটিতে স্থান পাওয়া ওসমানীনগরের নেতারা হলেন সহ-সভাপতি আখতার আহমেদ শাহিন, শানুর মিয়া, আব্দুল খয়ের, সুপান আহমেদ, মুদাচ্ছির খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলী রিপন, মিয়া মো. জামিল, সহ-সাধারণ সম্পাদক জামিল হুসেন খান, তারেক আল জুবায়ের, ইমরান আহমেদ, বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক শিপন আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক মিফতাউর রহমান জাহান, সহ-সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হাকিম জিলু, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান, সিনিয়র সদস্য ইশতিয়াক আহমেদ।
যুক্তরাজ্য যুবদল নব-গঠিত কমিটিতে স্থান পাওয়া এই নেতারা বাংলাদেশে অবস্থানকালে ওসমানীনগর উপজেলা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তারা প্রবাসেও দলের কার্যক্রম গতিশীল রাখতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
সহ-সভাপতি আখতার আহমেদ শাহিন ও সহ সাধারণ সম্পাদক ইমরান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। যুক্তরাজ্যে বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।
দেশে অবস্থানরত নেতাকর্মীদের প্রত্যাশা, প্রবাসে থাকা এই নেতারা শুধু সংগঠনের জন্য নয়, দেশের গণতান্ত্রিক আন্দোলনেও ভূমিকা রেখেছেন এবং রাখবেন।