জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁর মহাদেবপুর উপজেলার নলোবলো গ্রামের কৃষকদের বুরো ধান উঠানোতে বড় সমস্যা মাটিবাহী ১০ চাকার ড্রাম ট্রাক। সারাদিন ধরে বিরামহীন ভাবে মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের নলোবলো গ্রামের শাহআলম গংদের পুকুর থেকে ড্রাম ট্রাক দিয়ে দ্রুতগতিতে মাটি বোঝায় ১০ চাকার ড্রাম ট্রাক লোকাল রাস্তায় চলার কারনে কৃষকের ধান তোলা, ধান মাড়ায়, ধান স্থানান্তরে খুব মুশকিল হয়ে পড়েছে । কৃষকেরা মাথায় করে ধানের বোঝা বহনে , চার্জার ভ্যান,ট্রলি চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে । অনেক কৃষক ক্ষীপ্ত দিনের বেলায় লোকাল রোডে এসব গাড়ি চলাচলের কারনে ।
এতে করে সাধারন মানুষ ও কৃষক সহ চরম সমস্যায় পড়ছেন বলে জানা স্থানীয় জনসাধারণ গন । এছাড়াও ডাম ট্রাকটারে মাটি বহনে রাস্তার দুই ধার ফাটল সৃস্টি হয়ে ডেবে গেছে । তাদের গাড়ির ক্রসিং আর হর্নএর শব্দে অতিস্ট এলাকাবাসিও । প্রশাসনের উদ্বোধন কর্মকর্তার কাছে কৃষকসহ সাধারন মানুষের জোড় দাবি মাঠের ধান না তোলা পর্যন্ত এসব মাটিকাটা বন্ধ করা হউক । যে কোন সময় বড় ধরনের একটি সমস্যা হতে পারে বলে জানান স্থানীয় এলাকাবাসী । এবং এই বিষয়টি আবার অন্য দিকে বড় রকমে মোড় নিতে পারে বলে অনেকে মনে করছেন বিষয়টি জরুরি ভাবে দেখার অনুরোধ করছেন স্থানীয় এলাকাবাসী ।
মোঃ-হাবিবুর রহমান