Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লোকসাহিত্য গবেষক ও কবি অ আ আবীর আকাশ এর জন্মদিনে বিভিন্ন মহলের উষ্ণ অভ্যর্থনা

Bangla FMbyBangla FM
12:40 pm 19, April 2025
in মতামত
A A
0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: portrait;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo:  ;confidence:  ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: portrait;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

নিজস্ব প্রতিবেদক:

কবি ও সাংবাদিক অ আ আবীর আকাশ এর জন্মদিন গেলো ১৪ই এপ্রিল। সাহিত্যচর্চার সুবাদে ১৯৯৭ সাল থেকে বিভিন্ন সংবাদপত্রে লেখা শুরু করেন এবং ২০০০ সাল থেকে সম্পাদনা করেন সাহিত্যপত্রিকা, লিটলম্যাগ, ম্যাগাজিন ও বই। ২০১০ থেকে সংবাদপত্র ‘সাপ্তাহিক গ্রামীণ কণ্ঠ’ ও ২০১৪ সালে ‘দৈনিক মুক্ত বাঙালি’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক হন কবি অ আ আবীর আকাশ। সম্পাদিত অন্যান্য গ্রন্থসমূহ হলো- রক্ত সিঁড়ি, ভালোবাসা চাই। ম্যাগাজিন অশরীরী, নোঙর, লাল সূর্য, নাটাই। লিটল্যাগের মধ্যে- উল্কা, চন্দ্রাবতী, দূর দিগন্ত-১, জলপাই, শব্দচাষ, তাজিয়া, দূর দিগন্ত-২, সময়ের কণ্ঠ, ভাঁজপঙতি ইত্যাদি। প্রকাশিত বই হৃদয়ের অগ্নি পঙক্তি (২০০৪), স্বপ্ন আত্মবিশ্বাস ও সফলতা (২০১৭), লক্ষ্মীপুরের লোকসাহিত্য সংস্কৃতি ও বিশ্বাস (২০২৩), নোয়াখালী গীতিকা (২০২৫), লক্ষ্মীপুরের বাউল গান (২০২৫)। 

সকল অহংকার ধুলায় ফেলে নিজ নিয়মে ও একাগ্রতায় সামনে এগোচ্ছেন প্রতিকূল পরিস্থিতি ডিঙিয়ে। নিন্দুকেরে ভালোবেসে সর্বদা সত্যচর্চা করে মিথ্যা, ঠক, প্রতারকগোষ্ঠীর মুখে থুতু ছিটিয়ে চলছেন অবিরাম। এই কবি শক্তি পূজারীদের ঘৃণা করে অসহায়দের সেবার ব্রত নিয়ে ছুটছেন নিরন্তর।

তার লেখনীর মাধ্যমে প্রেম, বিরহ, হাসি-আনন্দ যেমন উঠে আসে তেমনি দ্রোহ বিদ্রোহের উত্তাপ ছড়াতে ভুলেন না কবি অ আ আবীর আকাশ। কবি’র প্রতিটি লেখা যেন বিস্ফোরিত আলোক শিখার মতো। ‘সমাজের পিছিয়ে পড়া অনগ্রসরদের এগিয়ে নেয়া যায় কিভাবে’ এই ভাবনা তার ভেতরে সদা জাগ্রত।

বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ, ১৪ এপ্রিল কবি অ আ আবীর আকাশ এর শুভ জন্মদিন উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার কৃর্তিমান মানুষেরা উষ্ণ অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত করেছেন কবিকে।

বিশিষ্ট কবি রতন মাহমুদ, কবি মৃণাল কান্তি দাস, কবি ও দৈনিক পত্রিকার সাহিত্য সম্পাদক হাসান মুস্তাফিজ, সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক, অ্যাডভোকেট গরীব নেওয়াজ, স্বনামধন্য চিকিৎসক ডক্টর হাসিনা ইসলাম সীমা, ডাঃ আশফাকুর রহমান মামুন, পশু বিষয়ক কর্মকর্তা ডাক্তার জুবায়ের হোসেন, বিশিষ্ট কণ্ঠশিল্পী সুজিত মুস্তফা, আসমা দেবযানী, বিশিষ্ট গীতিকার ও চলচ্চিত্রকার অনুরূপ আইচ, কাশেম আনসারী লিটন, রকিবুল ইসলাম রুমণসহ-

কবি/সাহিত্যিক /গবেষক 

* সৈয়দ আলম ফারুক,বিশিষ্ট ছড়াকার, শিশু সাহিত্যিক ও বহু গ্রন্থ প্রণেতা। শিল্পপতি, উইলস্ গ্রুপ।

* বাবুল বিশ্বাস, নাট্যকার, গবেষক 

* সত্যজিৎ বিশ্বাস, বিশিষ্ট লেখক ও বহু গ্রন্থ প্রণেতা।

* জাহাঙ্গীর আলম জাহান, ছড়াকার ও বহুগ্রন্থ প্রণেতা।

* বদরুল আলম, বিশিষ্ট লেখক, গবেষক ও বহু গ্রন্থ প্রণেতা।

* মনিরা মিতা, বিশিষ্ট কবি।

* মৃণাল কান্তি দাস, টরেন্টো প্রবাসী বিশিষ্ট লেখক ও বহু গ্রন্থ প্রণেতা।

* রামশংকর দেবনাথ, লেখক

* মাসুদ রানা হৃদয় (লেখক ও ব্লগার)

* সুহৃদ জাহাঙ্গীর, বিশিষ্ট লেখক ও বহু গ্রন্থ প্রণেতা।

* জায়েদ হোসাইন লাকি, কবি, টিভি উপস্থাপক, ফিল্ম ডিরেক্টর। 

* জামিল জাহাঙ্গীর, কবি ও নদী বিশেষজ্ঞ 

* খাতুনের জান্নাত, প্রবাসী কবি, বহু গ্রন্থ প্রণেতা।

* সালমা জাহান গোধূলি, কবি ও গ্রন্থ প্রণেতা।

* ভি পি বেলায়েত, বিশিষ্ট কবি ও বহু গ্রন্থ প্রণেতা।

* ফারুক হোসেন শিহাব, কবি ও সম্পাদক 

* সার্জেন্ট সোলাইমান চৌধুরী, কবি।

* মোঃ কাশেম আনসারী

* এম এ রহিম

* ইউসুফ মাহমুদ সংগ্রাম

* ম হোসেন 

* পারভীন খান বৃষ্টি 

* হাসান শাহরিয়ার 

* আফসার নিজাম 

* আমিনুর রশিদ 

* শিপন হোসেন মানব

* মনিরুল ইসলাম 

* ইমতিয়াজ আহমেদ বুলবুল 

* অনন্যা

* মো: শাহজাহান , কবি, শিশু সাহিত্যিক,অধ্যাপক

* ফারজানা নাসরিন 

রাজনীতিবিদ

* এমন গোলাম মোস্তফা, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ)।

* সৈয়দ সাইফুল হাসান পলাশ 

* সৈয়দ নুরুল আজিম বাবর

* হিজবুল বাহার রানা

* বায়েজিদ ভূঁইয়া (সেক্রেটারি, লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়ন ও সম্পাদক, আমাদের লক্ষীপুর)

* এস এম মনির

* সুমন ভূঁইয়া (সাইপ্রাস প্রবাসী)

* মিজানুর রহমান, চেয়ারম্যান 

* মাজেদ হোসাইন

* আনোয়ার হোসেন শাহী

* ইসমাইল হোসেন শিপন 

* সুজন ভূইয়া 

* সোহরাব হোসেন 

* এড. ইকবাল হোসেন হ্যামেল ক্বারি

* টিপু পাটওয়ারী 

* মো: ওমর ফারুক 

* নিজাম উদ্দিন রনি

চিকিৎসক

* ডাক্তার আশফাকুর রহমান মামুন

* ডক্টর হাসিনা ইসলাম সীমা

* শরিফ উল্লাহ রানা

* মোঃ বেল্লাল হোসেন

সাংস্কৃতিক ব্যক্তিবর্গ

*  জাকিউল হাই দিপু, ডেপুটি ডিরেক্টর, (মিউজিক), তথ্য মন্ত্রণালয়।

* ফাহিম ফয়সাল, সঙ্গীত শিল্পী ও মিউজিক ডিরেক্টর।

* সেলিম রেজা, মিউজিক ডিরেক্টর 

* নাসরিন জাহান (কণ্ঠশিল্পী, বাংলাদেশ বেতার)

* শায়লা ইসলাম তমা (বিশিষ্ট অভিনেত্রী)

* মোস্তফা কামাল মেহেদি

* আসমা দেবযানী

* খন্দকার বাপ্পী 

* মিলন খান 

* ফজিত শেখ বাবু 

সাংবাদিক

* সলিমউল্লাহ মেজবাহ (সিনিয়র সাংবাদিক)

* এম মোশাররফ হোসেন (সম্পাদক, দেশ সংবাদ)

* মিজানুর রহমান মাসুদ (যুগ্ম সম্পাদক, ঢাকা ট্রিবিউন)

* লিটন এরশাদ (নিরাপদ নিউজ)

* সালেহীন বাবু (সিনিয়র সাব-এডিটর, দৈনিক বাংলাদেশের খবর)

* এমন মোশাররফ হোসাইন, ফক্স নিউজ বাংলাদেশ প্রতিনিধি ও সম্পাদক দেশ সংবাদ।

আইনুল হোক মুন্না, সি.আর্টিস্ট, দৈনিক ইত্তেফাক। 

* মনজুর মোর্শেদ রনি (সম্পাদক, চট্টলা নিউজ)

* আতিক হেলাল (গ্লোবাল টেলিভিশন)

* আসাদুজ্জামান মাসুদ (প্রকাশক, সংবাদ সারাক্ষণ)

* ডায়মন্ড সাফি (সম্পাদক, ৭১সংবাদ২৪)

* জুয়েল খন্দকার, চেয়ারম্যান, সংবাদ টিভি 

* জুয়েল চৌধুরী, (সম্পাদক: দৈনিক মা মাটি মানুষ)

* এ কে এম মিজানুর রহমান মুকুল, সম্পাদক প্রকাশক, দৈনিক বাংলার মুকুল

* মোঃ ইসমাইল হোসেন খান শামীম (সম্পাদক, রায়পুর দর্পন)

* মোঃ আতাহার হোসেন সুজন, ভারপ্রাপ্ত সম্পাদক, দ্য ঢাকা ক্রাইম নিউজ

* আশরাফ সিদ্দিকী বাবু, সম্পাদক, প্রতিদিন আমার সংবাদ।

* মুজাহিদুল ইসলাম (নোয়াখালী)

* মফিজুল হক, সিইও, ওয়ান প্লাস

* আনোয়ারার রহমান বাবুল, 

* জাকির হোসেন আজাদ ভূঁইয়া ( সম্পাদক, লক্ষ্মীপুর সমাচার)

* ইছমাইল হোছাইন বিপ্লব

* রবিউল ইসলাম খান 

* মনজুর হোসাইন সুমন 

* এ আই তারেক

* মোঃ ফয়সাল কবির

* সৈয়দ মোঃ ফয়েজ

* রবিউস সানি আকাশ 

* ফরিদ উদ্দিন

* আরমান হোসেন আরমান

* আরিফ হোসেন 

* মোঃ আরিফুল ইসলাম

* নাসির উদ্দীন মাহমুদ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

* এমরান হোসেন 

* মো: ইসমত দোহা

ব্যক্তি/প্রতিষ্ঠান

* জাতীয় কবিতা পরিষদ

* এটিভিলাইভ নিউজ

* বিএমএফ টেলিভিশন

* বিভাস প্রকাশন

* আবদুর ছাত্তার দুলাল, চেয়ারম্যান, বিপিকেএস

* আব্দুর রব ছিদ্দিকী (সাধারণ সম্পাদক, রায়পুর যুব কল্যাণ সমিতি, ঢাকা)

* বাংলাদেশ রাইটার্স কাউন্সিল

* সাহিত্যায়ন পাঠ মঞ্চ 

* নন্দিনী সাহিত্য ও পাঠ চক্র 

* আয়েশা পর্দা হাউস

* নাসির বিন শাফি

* শাফি বিন জাকারিয়া

* সোহেল রানা

* লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি

* লক্ষ্মীপুর জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

* লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম 

* রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ, লক্ষ্মীপুর)

* সামছুল করিম খোকন (সভাপতি, বিএইচআরসি)

* মোঃ লোকমান, ব্যবসায়ী।

* তামজিদ হোসেন, কাতার প্রবাসী।

* মোঃ কাওসার, সৌদি প্রবাসী।

* কামরুজ্জামান কামরুল, প্রবাসী।

* আবু ফয়সাল আল জুবাইর,পরিচালক, আশুরা জেনারেল হাসপাতাল।

* হাসানুরুজ্জামান সবুজ পন্ডিত, ব্যবসায়ী।

* হারুনুর রশিদ, প্রোপাইটর, নিউ ইসলামিয়া বেকারী।

* আজিম উল্লাহ হানিফ 

* মহসিন কবির, পরিচালক, হাইফাই শিল্পী গোষ্ঠী 

* শিহাব রিপাত আলম 

* একে পিংকু

* সাগর মাহমুদ আল জুবায়ের 

* মো : আবদুর রহমান 

* পুন্ড্রু সাহিত্য সংসদ 

* আইনুল হক মুন্না

* মোহাম্মদ শাহ পরান 

* এমরান হোসেন 

* পি কে মন্ডল 

* আয়েশা মুক্তা

* মো: আসাদুল ইসলাম শ্রাবণ 

* শরীফ কিং সর্দার 

* আবদুর রহিম 

* মো: সোহাগ হোসেন 

* সালমা চৌধুরী 

* আতিয়া চৌধুরী সাথী

* রাবেয়া রহমান 

* নজরুল ইসলাম 

* মোবারক হোসেন 

অন্যান্যদের মধ্যে

* গরিব নেওয়াজ, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। 

* সেলিম রেজা (বিশিষ্ট শিল্পপতি)

* জিল্লুর রহমান

* এম গোলাম মোস্তফা ভুঁইয়া

* আমিনুল ইসলাম মুন্না

* আসাদুজ্জামান সরকার সোহেল

* মোতাছিম বিল্লাহ রুপু

* শাহনাজ নার্গিস

* রোমান চৌধুরী

* ইমরানুল ইসলাম খান

* আরমান হোসেন আরমান

* রাসেল মাহমুদ সোহেল

* ফজলে রাব্বী পরান

* মোহাম্মদ কাউসার

* আরমান চৌধুরী

* সুমা হাসেম( মার্কিন প্রবাসী)

* সকিনা সিদ্দিকা নিহার

* খোদেজা খাতুন (কলেজিয়েট উচ্চ বিদ্যালয়)

* কামরুজ্জামান কাজল

* মোঃ মুসাব আলী

* শরীফ হোসেন বাচ্চু (প্রধান শিক্ষক)

* মুতাসিম বিল্লাহ রুপু

* সুলতানা মাসুমা ঋতু, অধ্যাপক

* মুসলিম রহমান

* এমজেপি জনি পাটোয়ারী

* লিয়াকত আলী, প্রধান শিক্ষক। 

* আসাদুল ইসলাম শ্রাবণ

* মোঃ সোহাগ হোসেন,প্রবাসী।

* আবদুর রহিম, নৌবাহিনীর অফিসার।

* মাসুদ রানা, প্রবাসী 

* সালাম চৌধুরী, প্রবাসী। 

* সুমা হাসেম, প্রবাসী। 

* এমরান হোসেন 

* মো: নাইম

* জাহাঙ্গীর আলম শিকদার 

* মো: সাইফুল আলম 

* আলমগীর আলো 

* পিংকি রাশেদ

* মো: ফোরকান উদ্দিন মাহমুদ 

* জহিরুল হক

* বাবুল আহমেদ 

* সিরাজুল ইসলাম সামি

* মো: সাহেদুর রহমান 

* ইকরামুল হক

* ইয়াসিন আহমেদ ফরহাদ 

* মো: ফিরোজ আলম 

* গোলাম মোস্তফা ভূঁইয়া 

* আবদুল্লাহ আল মামুন গোলন্দাজ

* কৃষাণ হালদার কৃষাণ 

* কাজী নাজিম উদ্দীন সুমন 

* বুলবুল আহমেদ 

* মোহাম্মদ আবদুল্লাহ হেল বাকি 

* আমীর খসরু সেলিম 

* মো: জসিম উদ্দীন 

* জয়ন্ত ভৌমিক 

* রবিউল হোসেন জুয়েল

* মো: রনি 

* দীপন জুবায়ের 

* হাসান মামুন 

* মো: বাহাদুর

* ফখরুল আলম অপু

* সকিনা সিদ্দিকা নিহার 

* মো: সিয়াম 

* নিজাম মোহাম্মদ 

* আশিকুর রহমান 

* খন্দকার আরিফ 

* উজ্জ্বল সিনহা 

* মোহাম্মদ আমির হোসেন মিলন 

* সৈয়দ মোহাম্মদ সুমন 

* শাহ পরান শাকিল 

* মো: আবদুল হাফিজ

* কাজী সাহেব 

* ফাহিম শাওন 

* জহিরুল ইসলাম রাজ 

* বাবুল হোসেন 

* মাহিদ ইমরান জিতু

* মো: পারভেজ 

* মো: ইউসুফ 

* নজরুল ইসলাম

* মেহেদী হাসান সবুজ 

* মো: হৃদয়, প্রবাসী

অনলাইন এক্টিভিস্ট-সহ আরও শত শত মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসায় অভিভূত হয়েছেন কবি অ আ আবীর আকাশ।

কবি অ আ আবীর আকাশ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘লন্ডন টাইমস’এর বৃহত্তর নোয়াখালী ব্যুরো চীফ, এটিভিলাইভ নিউজ, গ্লোবাল টেলিভিশন ও দৈনিক জবাবদিহি পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। সম্পাদনা করছেন- আবীর আকাশ জার্নাল,  দৈনিক কালের  চোখ’সহ প্রিন্ট ও অনলাইন পত্রিকা। সংবাদ মাধ্যমেও কবি সমান সরগরম। উন্নয়ন, সফলতা, সম্ভাবনা, রাজনীতি, সঙ্গতি-অসঙ্গতিসহ সমাজ উন্নয়নে নানাভাবে কাজ করে যাচ্ছেন সমানভাবে।

পৃথিবীব্যাপী চলমান সংকট মুহূর্তে যে সকল শ্রদ্ধাভাজন, বন্ধু ও সুহৃদ কবি’কে ফোন করে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নিরঙ্কুশ ও অকৃত্রিম ভালোবাসায় আবদ্ধ করেছেন, কবি তাদের কাছে দোয়া চেয়ে তাদেরও দোয়া করেছেন ওসকলের অকৃত্রিম ভালোবাসার কৃতজ্ঞতা স্বীকার করছেন।

ShareTweetPin

সর্বশেষ

ডিসেম্বরে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬

September 18, 2025

দুর্গাপূজা শুরুর আগে পার্শ্ববর্তী দেশ ছড়াচ্ছে বিভ্রান্তিকর সংবাদ: স্বরাষ্ট্র উপদেষ্টা

September 18, 2025

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন আইনে নতুন পরিবর্তন

September 18, 2025

পলাতক ডিএমপি কমিশনার হাবিবসহ ৫ পুলিশের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

September 18, 2025

কাপ্তাই বিএসপিআই এর শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

September 18, 2025

পিআর এর দাবিতে ‘গণভোট’ চায় ইসলামী আন্দোলন

September 18, 2025

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৮১১-২৭৪০১৫
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ইতিহাস
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম