শিরোনাম
শেরপুরে ঝিনাইগাতিতে অপহরণের পর এখনও উদ্ধার হয়নি অপহৃত মাদ্রাসা ছাত্রী   » «    মেঘালয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত   » «    কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক   » «    চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া নথি বিক্রি হয়েছিল কেজি দরে   » «    ছাত্র আন্দোলন দমাতে ১০ কোটি টাকা অনুদান ও অস্ত্র যোগান দেয় ফজলে করিম   » «   

নীলফামারীতে শিক্ষায় বৈশম্য দূরীকরণে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

 

নীলফামারীতে শিক্ষায় বৈশম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন দাবী নিয়ে মানববন্ধন হয়েছে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর/২৪) দুপুরে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যপি মানববন্ধন করেন মাধ্যমিক স্তরের শিক্ষকরা।

এসময় নীলফামারী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মুছার সভাপতিত্বে আলিয়া মাদ্রাসার প্রভাষক হাবিবুল্লাহ, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মফিজুর রহমান, কানিয়ালখাতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ফুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হক, দারুল হুদা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জুলাই-আগস্ট ২০২৪ এর বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র-জনতার বৈষম্য বিরোধী দেশ গড়ার যে স্বপ্ন আমাদের দেখিয়েছে তাতে আমরাও নতুন করে স্বপ্ন দেখছি। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলি জাতীয়করণ করা অত্যন্ত জরুরী। একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের আওতায় পরীক্ষা অথচ সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করে রাখা হয়েছে, যা শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। শিক্ষার সকল অংশীজনের প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা।

শিক্ষকদের দাবী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে হবে এবং জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

মানববন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * নীলফামারী * মো: হারুন উর রশিদ * স্টাফ রিপোর্টার
সাম্প্রতিক সংবাদ