গুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
সারিয়াকান্দি প্রতিনিধি:
সারিয়াকান্দি ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকালে কলেজ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মোরশেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র সভাপতি ও কলেজ অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট নূর-এ-আজম বাবু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, বিদ্যুৎসাহী সদস্য জহুরুল ইসলামসহ অভিভাবকবৃন্দ।