পাইকগাছায় তারুন্যের উৎসবের ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি:
এসময় উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন,ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে সৃজনশীল কাজে উৎসাহিত করবে এবং তাদেরকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দুরে রাখবে। ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে ।
উদ্বোধনী খেলায় রাড়ুলী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম লতা ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী খেলা গোল শুন্য শেষ হলে ট্রাইবেকারে রাড়ুলী একাদশ এক গোলে জয় লাভ করে। অপর খেলাগুলিতে গদাইপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম গড়ুইখালী ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে খেলায় গড়ুইখালী জয়লাভ করে, সোলাদান ইউনিয়ন ফুটবল একাদশ বনাম লস্কর ইউনিয়ন ফুটবল একাদশের খেলায় জয়লাভ করে ও চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম হরিঢালি ইউনিয়ন ফুটবল একাদশের খেলায় জয়লাভ করে।টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা মোট ১১ টি দল অংশগ্রহণ করছে।