চাইথোয়াইমং মারমা নিজস্ব প্রতিবেদক:
স্লোগানে এর সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। চট্টগ্রামে এর বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২য় কাউন্সিল অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার বালুচরা (অক্সিজেন) জামান হোটেল অডিটোরিয়ামে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাচাং শ্রী পরেশ ত্রিপুরার সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাচাং জুতিস ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লিডার্স স্কুল এন্ড কলেজের পরিচালক জুবায়ের আরফীন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন-চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম-সম্পাদক যীশু কৃষ্ণ রক্ষিত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে, মাচাংটি ডা. দীপা ত্রিপুরা, দিঘীনালা পহর লাইব্রেরির প্রতিষ্ঠাতা খনেশ্বর ত্রিপুরা (রিচার্ড), বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন, চট্টগ্রামের সভাপতি রূপম চৌধুরী, চিটাগাং হিল সার্ভিসেস ব্লাড ডোনার গ্রুপের সভাপতি অরুণ জয় চাকমা, সিএইচটি ব্লাড ডোনার গ্রুপের প্রতিনিধি হিমেল দেওয়ান। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাচাং বতেন ত্রিপুরা প্রমূখ।