চাই থোয়াই মং মারমা বিশেষ প্রতিবেদক :
চট্টগ্রাম বিভাগ এর শিল্পকলা একাডেমি চট্টগ্রাম জেলার নবাগত কালচারাল অফিসার আয়াজ_মাবুদ আমন্ত্রণে মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব ২০২৫ এ ১৫ ফেব্রুয়ারি ২০২৫।
আজকের নাটক আয়োজন করা হয়। এতে প্রযোজনা – মধ্যে পরিদর্শন আসেন আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট তবলাবাদক শিমুল_দাশ,কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি নরেন_সাহা,কেন্দ্রীয় নির্বাহী সভানেত্রী নিবেদিতা_আচার্য্য,সাংবাদিক শিমুল দাশ জোজো ,গীতা,বিথী প্রমুখ।আয়াজ মাবুদ স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক বিশ্বতান টীম।আয়াজ স্যার আন্তর্জাতিক বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন_সাহাকে আন্তর্জাতিক বিশ্বতানের সকল কার্য্যক্রম চালিয়ে যেতে বলেন।প্রতিষ্ঠাতা সভাপতি নরেন_সাহা আন্তর্জাতিক বিশ্বতানের সামনের প্রোগ্রামে বিশাল একটা রূপরেখা আয়াজ_মাবুদ সামনে তুলে ধরা হয়।তার মধ্যে উল্লেখযোগ্য ছিলো আন্তর্জাতিক #বিশ্বতানের ৩য় পর্ব “ইসলামে_সুফিইজম” ও পাবর্ত্য বিষয়ক উপদেষ্টা মন্ডলী হিসাবে চাইখোয়াইমং_মারমার সার্বিক পরিচালনায় পার্বত্য তিন জেলার সংস্কৃতি।বিভাগীয় পর্যায়ে মুনীর_চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব ২০২৫,১৩-১৮ ফেব্রুয়ারি,অনুষ্ঠিত হবে।স্থান: জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম। আয়োজনে: প্রশিক্ষণ বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।আন্তর্জাতিক বিশ্বতান টীম ১৫ ফেব্রুয়ারি ২০২৫।
আজকের নাটক “মধই” দেখতে যান।নাট্যকার – শেক্সপিয়ার,নির্দেশক- আরাফাতুল আলম,পরিবেশনায়- জেলা শিল্পকলা একাডেমি, খাগড়াছড়ি।
আন্তর্জাতিক বিশ্বতানের সভাপতি #নরেন_সাহা নাটকটির ভূয়সী প্রশংসা করেন।এই নাটকের প্রধান ও কলাকুশলীদের সাথে কথা বলেন ও আন্তর্জাতিক বিশ্বতান এই টীমকে নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।যেহেতু আন্তর্জাতিক বিশ্বতানের তিন পাবর্ত্য অঞ্চলে দপ্তর আছে । ভবিষ্যৎ আন্তর্জাতিক বিশ্ব তান ও শিল্পকলা একাডেমী যৌথ ভাবে কাজ করব বলে সকলে মতামত ব্যক্ত করেন আশাবাদী করছি।