শিরোনাম
বাংলাদেশ স্বাধীনতার পরে স্বৈরাচারী শেখ হাসিনার মতো এমন পতন আর কোন সরকারের হয়নি   » «    সরাইলে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের কারখানা সিলগালা   » «    ১২ দিন পর বিশ্বনাথের নিখোজ স্কুলছাত্রী পাবনা থেকে উদ্ধার   » «    গৌরীপুরে বিএনপির নির্বাহী কমিটির সদস্যর গাড়ীবহরে হামলায় ৪৯ জনের বিরুদ্ধে মামলা   » «    দেশের মানুষ দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ দেখতে চায় : মিয়া গোলাম পরওয়ার   » «   

সাতক্ষীরায় বিভিন্ন উন্নয়নের দাবীতে নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :
সুন্দরবন অঞ্চলকে পর্যটন এলাকা ঘোষনা,রেল লাইন,কালিগঞ্জ সড়ক, সরকারী কলেজ রোড সংস্কার, জলাবদ্ধতা নিরসন,মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন,পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন,ক্রীড়া কমপেলেক্স সহ জেলার গুরুত্বপুর্ন উন্নয়নের দাবিতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১ জানুয়ারী) সকাল ১১টায় সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা নাগরিক কমিটির এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড.আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও নাগরিক কমিটির আহবায়ক এড.আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.শাহ আলম, শিক্ষাবিদ্ আব্দুল হামিদ,প্রফেসর ড. দিলারা বেগম,পবিত্র মোহন দাস,স্বপন শীল,সঙ্গীত শিল্পী আবু আফফান রোজ বাবু,নাগরিক নেতা আলী নুর খান বাবুল,এড,মুনির উদ্দীন,তরুণ রাজনীতিবীদ রুবেল হোসেন,জহুরুল কবির,শেখ রবিউল ইসলাম রবি, আব্দুস সামাদ, মফিজুর রহমান,এ কে আজাদ কালাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে সাতক্ষীরার জনগুরুত্বপুর্ন উপরোক্ত দাবি পুরনের সাথে সাথে জেলা নাগরিক কমিটির ২১ দফা উন্নয়ন দাবি বাস্তবায়নে সরকারের বিভিন্ন মন্ত্রানালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান সহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া আগামী অর্থবছরের বাজেটে যাতে সাতক্ষীরার রেল লাইন, বিকল্প বাইপাস সড়ক সহ উপকুলের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়।এছাড়া পর্যটন উন্নয়নের সম্ভাবনাকে সামনে রেখে সাতক্ষীরা জেলার সুন্দরবন অঞ্চলকে পর্যটন এলাকা ঘোষনার দাবি জানানো হয়। সম্ভাবনাময় মেডিকেল কলেজ হাসপাতালের সকল অব্যবস্থা নিরসন করে নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ডাক্তার সহ জনবল ও টেকনিসিয়ান নিয়োগের জন্য সরকারের মন্ত্রানালয় ও বিভাগের দৃষ্টি আকর্ষন করে বক্তারা আরো বলেন, দীর্ঘ্যদিন যাবত হাসপাতালের কিডনি ডায়ালাসিস মেশিন গুলি নষ্ট হয়ে পড়ে আছে,যার জন্য কিডনি রোগীরা সেবা নিতে পারছে না।তাছাড়া প্রশাসনের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং এক কদমের সেবা প্রদান করতে জেলা প্রশাসন সহ সকল প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সাতক্ষীরায় বিভিন্ন উন্নয়নের দাবীতে নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত
সাম্প্রতিক সংবাদ