শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

১০ দফা দাবীতে ইবির সমাজকল্যাণ বিভাগের বিক্ষোভ

ইবি প্রতিনিধি:
সেশনজট নিরসম, ক্লাসরুম সংকট নিরসন, শিক্ষক নিয়োগ সহ ১০ দফা দাবীতে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (১১ জানুয়ারী) সকাল ৯ টায় অনুষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বিভাগের গেটে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরবর্তীতে বিভাগে তালা ঝুলিয়ে সকাল ১১ টার দিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় তারা।
এসময় শিক্ষার্থীদের হাতে অবহেলা নয় সুস্পষ্ট নীতি দায়িত্বশীলতা চাই; ক্লাসরুম চাই, শিক্ষক সংকট নিরসন চাই; আর নয় ১২ মাসে ১ সেমিস্টার; আর নয় বাড়াবাড়ি, পরীক্ষা চাই তাড়াতাড়ি; সেশনজটের একেক মাস, বাবা-মায়ের দীর্ঘশ্বাস; পরীক্ষার এক সপ্তাহ আগে রুটিন চাই; কোর্স শেষ না করে পরীক্ষা নয়, সেমিস্টার ফাইনালের পরে ইনকোর্স নয় ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সমাজকল্যাণ বিভাগে এখন ২০১৭-১৮ সেশন থেকে ২০২৩-২৪ পর্যন্ত ৭ টি ব্যাচ চলমান। কিন্তু ৭টি ব্যাচের শিক্ষার্থীদের জন্য ক্লাসরুম রয়েছে মাত্র ১টি, শিক্ষক রয়েছেন মাত্র ৩জন। ফলে অসহনীয় সেশনজটে ভুগছেন তারা। বিশ্ববিদ্যালয়ে বছরে ২টি সেমিস্টারের সিস্টেম থাকলেও এই বিভাগের শিক্ষার্থীরা বছরে ১টি বা ১ বছরেরও বেশি সময় পরে একটা সেমিস্টার সমাপ্ত করতে পারেন। ফলে দিনের পর দিন সেশনজট বাড়ছে। আবার, সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ইনকোর্স পরীক্ষা নেওয়া হয়। যথাযথ ইনকোর্স না নেওয়ার ফলে শিক্ষকরা তাদের ইচ্ছা অনুসারে নম্বর দিয়ে দেয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে চেষ্টা করেও তাদের সমস্যার সমাধান না হওয়ায় আজ আন্দোলনে নেমেছেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, আমাদের ডিপার্টমেন্টের মতো মানহীন আর কোন ডিপার্টমেন্ট আছে বলে মনে হয়না। এতগুলো ব্যাচের শিক্ষার্থীদের জন্য মাত্র ১ টা ক্লাসরুম, সময়মতো পরীক্ষা হয় না, রেজাল্ট দিতে দেরি হয়। ফল প্রকাশে দেরি হওয়ায় অন্যান্য পরীক্ষা নিতেও দেরি হয়। সবমিলিয়ে যাচ্ছেতাই অবস্থা।
সমাজকল্যাণ বিভাগ সংস্কারে শিক্ষার্থীদের ১০দফা দাবী গুলো হচ্ছে – রুটিন প্রনয়ন করে প্রতিটি কোর্সের নুন্যতম ক্লাস নেওয়া; সেশনজট নিরসনে ৩ মাসে সেমিস্টার শেষ করা; আগামী ৭ কার্যদিবসের মধ্যে পুর্নাঙ্গ একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ; পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত গেস্ট টিচার দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা; পর্যাপ্ত ক্লাস রুমের ব্যবস্থা; সেমিনার লাইব্রেরী বরাদ্দ; সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগে ইনকোর্স নেওয়া এবং নম্বর প্রকাশ; বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে বিভাগের সার্বিক তত্বাবধানের দায়িত্ব দেওয়া; সম্পূর্ণ বিভাগের অর্থায়নে প্রতিবছর শিক্ষাসফরের ব্যবস্থা করা এবং আন্দোলন পরবর্তী প্রভাব কোনো শিক্ষার্থীর উপর যেনো না পড়ে তা নিশ্চিত করা।
দাবী উত্থাপনের পাশাপাশি সমস্যা নিরসনের জন্য রোডম্যাপও প্রস্তাব দিয়েছে শিক্ষার্থীরা৷ ২০১৯-২০ এবং ২১-২২ সেশনের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা ২০২৫ সালের জানুয়ারীর শেষ সপ্তাহের মধ্যে শুরু করা, ২০২০-২১ এবং ২২-২৩ সেশনের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা ২০২৫ সালের ফেব্রুয়ারীর শেষ সপ্তাহের মধ্যে শুরু করা, ২০২৩-২৪ সেশনের ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষা ২০২৫ সালের মে মাসের মধ্যে শুরু করা ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ১০ দফা দাবীতে ইবির সমাজকল্যাণ বিভাগের বিক্ষোভ
সাম্প্রতিক সংবাদ