বাংলাদেশ স্বাধীনতার পরে স্বৈরাচারী শেখ হাসিনার মতো এমন পতন আর কোন সরকারের হয়নি
বাংলাদেশ স্বাধীনতার পর এদেশে অনেক সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার মত এমন পতন আর কোন সরকারের হয়নি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। আজ বিকেল ৫টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নে বিএনপি’র ৩১ দফা কর্মসূচির আলোকে এক কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল থাকবে না, কোন স্বাধীন সংবাদপত্র থাকবে না কিন্তু এদেশের স্বাধীনচেতা মানুষ শেখ মুজিবুর রহমানের ওই শাসনকে মেনে নিতে পারেনি বলেই ১৯৭৪ সালের ১৫ই আগস্ট করুন পরিণতি হয়েছিল ওই শেখ মুজিবুর রহমানের।