বাউফলে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরন
বাউফল পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুর সোয়া ১টার পৌর শহরে এ লিফলেট বিতরণ করেন বাউফল উপজেলা ও পৌর জিয়া মঞ্চের নেতারা। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. ফিরোজ।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে শহীদ জিয়ার ১৯ দফা স্বনির্ভরতা এনে দিয়েছিল। আর তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্ত বায়নের মধ্য দিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা হবে।’ লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন-জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম এজাজ, উপজেলা যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম,উপজেলা তাঁতি দলের সদস্য সচিব মো. মনির হোসেন, পৌর স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহ্বায়ক মো.হাসান প্রমূখ।