শিরোনাম
শেরপুরে ঝিনাইগাতিতে অপহরণের পর এখনও উদ্ধার হয়নি অপহৃত মাদ্রাসা ছাত্রী   » «    মেঘালয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত   » «    কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক   » «    চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া নথি বিক্রি হয়েছিল কেজি দরে   » «    ছাত্র আন্দোলন দমাতে ১০ কোটি টাকা অনুদান ও অস্ত্র যোগান দেয় ফজলে করিম   » «   

এই সরকার মানবিক কাজে উৎসাহ দিয়েছেন: জেলা প্রশাসক ঝালকাঠি

ঝালকাঠি প্রতিনিধি:
 এই সরকার মানবিক কাজে উৎসাহ দিয়েছেন। সেই কাজগুলো বাস্তবায়ন করতে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও প্রেসক্লাবের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। তিনি আরো বলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের থেকে ৩ হাজার পিস কম্বল পেয়েছি। নিম্ন আয়ের মানুষের কম্বল ক্রয় করতে অনেক কষ্ট হয় । তাই সরকারের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছি। আমরা এতিমখানা, আশ্রয়ন প্রকল্প ও বিভিন্ন স্কুলে কম্বল বিতরণ করেছি। এই শীতে  ঠান্ডা লেগে অনেক রোগ বৃদ্ধি পায়। তখন এই শীতবস্ত্র অনেক কাজে লাগবে।
প্রেসক্লাব মিলনায়তনে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো.কাওসার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার। এবং এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * এই সরকার মানবিক কাজে উৎসাহ দিয়েছেন .. জেলা প্রশাসক ঝালকাঠি
সাম্প্রতিক সংবাদ