নবগ্রাম ইউনিয়ন পরিষদে তারুণ্য উৎসব পালিত
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদে “তারুণ্যের ভাবনায় আমাগীর বাংলাদেশ” শীর্ষক বিষয়ে তারুণ উৎসব পালিত হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার সকাল ১০টায় এ উৎসব পালিত হয়। এউপলক্ষে কর্মশালা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, উন্মুক্ত আলোচনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নবগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়নাল হক, শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান সিকদার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আফিয়া খানম, ইউপি সদস্য জলিল খান, লিজা খানম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, নবগ্রাম জেবুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, বাউকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব আলমসহ স্থানীয় যুবসমাজ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।