মৌলভীবাজারে তারুণ্যের উৎসব-২০২৫ পালিত
মৌলভীবাজার প্রতিনিধি:
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে উদ্বোধন করা হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এ উপলক্ষ্যে পৌর শহর সহ সদর উপজেলা পরিষদ চত্ত্বর পর্যন্ত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৮ জানুয়ারি) সকালে এসব কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়,উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দীন,জেলা বিএনপির আব্বায় কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান,জেলা তথ্য-ফিচার আনোয়ার হোসেন,এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ,মৌলভীবাজার কারাতে দো একাডেমি’র প্রশিক্ষক উত্তম পাল (সেনসি) ও একাডেমির সকল শিক্ষার্থী।
এছাড়াও উপস্থিত ছিলেন;দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল,বাংলা এফএম ও দৈনিক জবাবদিহি’র জেলা প্রতিনিধি সত্যজিৎ দাস সহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও শিক্ষা-স্বেচ্ছাসেবক মূলক প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, প্রশিক্ষক এবং নগরীর সচেতন নাগরিকবৃন্দ ও
পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীগণ।