সিলেট-তামাবিল মহাসড়কে বাস চাপায় যুবক নিহত
সিলেট:
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় জাফলংগামী একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবকের নাম রুমেল আহমেদ (২৩)। তিনি উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমদের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন রুমেলের সাথে থাকা আরেকজন। তার পরিচয় জানা যায়নি। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রুমেল আহমদ তার এক সহপাঠীকে নিয়ে মোটরসাইকেলযোগে (কুমিল্লা-ল-১৪-০২৯৬) বাড়ি ফেরার পথে চিকনাগুলে সিলেট গ্যাস ফিল্ডের নিকট উডল্যান্ড টিম্বার মিলস্ সংলগ্ন উমনপুর টার্নিং পয়েন্ট এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে যাওয়ার পথে রুমেল আহমদ মারা যায়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা রাস্তা অবরোধ করেন। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে রাস্তা ছেড়ে দেওয়া হয়। তবে স্থানীয়রা সাধারণ বাস ও গেটলক সিটিং সার্ভিস বাস চলাচল বন্ধ করে রাখেন।
তামাবিল হাইওয়ে সিলেট রিজিয়নের ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি আটক করে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।