শিরোনাম
শেরপুরে ঝিনাইগাতিতে অপহরণের পর এখনও উদ্ধার হয়নি অপহৃত মাদ্রাসা ছাত্রী   » «    মেঘালয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত   » «    কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক   » «    চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া নথি বিক্রি হয়েছিল কেজি দরে   » «    ছাত্র আন্দোলন দমাতে ১০ কোটি টাকা অনুদান ও অস্ত্র যোগান দেয় ফজলে করিম   » «   

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

 

 

কুষ্টিয়া প্রতিনিধি:

 

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পদ বঞ্চিত নেতাকর্মীরা। বুধবার দুপুরে শহরের ইসলামিয়া কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কাজল মাজমাদারের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মজমপুরে সংক্ষিপ্ত সমাবেশ সমাবেশ করে।  এসময় বক্তারা বলেন, বিগত ১৬ বছর আওয়ামী দুঃশাসনে নির্যাতিত নিষ্পেষিত নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোশরদের নিয়ে জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যারা এই কমিটিতে পদ পেয়েছেন তাদের দীর্ঘ ১৬ বছরের কোন আন্দোলন সংগ্রামে দেখা  যায়নি। অবিলম্বে আহবায়ক কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানানো তারা।  অন্যথায় আরো কঠোর কর্মসূচিরও ঘোষনা দেন পদ বঞ্চিতরা। সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপু ও বিএনপি নেতা  মেজবাহুর রহমান পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এছাড়াও কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে আগামী ১২ জানুয়ারী নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি ও মানববন্ধনের ডাক দিয়েছেন পদ বঞ্চিতরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ